কলকাতা, 28 জানুয়ারি: অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি হলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা গীতা ঘোষ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ গীতা দেবী তাঁদের পুরনো বাড়ির ঠাকুরঘরে সন্ধ্যা দিতে গিয়েছিলেন ৷ প্রদীপ ধরানোর জন্য দেশলাই জ্বালান ৷ কিন্তু সেই দেশলাই কাঠি না জ্বলায় তিনি তৎক্ষণাৎ সেটি পাশেই ফেলে দেন ৷ ফের একটি কাঠি জ্বালান ৷
এদিকে যে কাঠি তিনি ফেলে দিয়েছিলেন জ্বলেনি ভেবে সেই কাঠি থেকেই তাঁর গায়ের চাদর ও পরনের শাড়িতে আগুন ধরে যায় । আতঙ্কে চিৎকার করে তিনি ঘরের বাইরে বেরিয়ে আসেন । পাশের ঘরেই পরিবারের সদস্য অতীন ঘোষের দুই ভাই ও তাদের স্ত্রীরা চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে দেখেন আগুনে জ্বলছেন গীতা দেবী । দ্রুত বিছানার চাদর, কম্বল যেমন যা হাতের সামনে ছিল তা জড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা । তাতে আগুন নিভে গেলেও গুরুতর আহত হন গীতাদেবী ৷