পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকাকে ওষুধ দিয়ে গর্ভপাত, দোষী মা-ছেলের 10 বছরের কারাদণ্ড - Rape and Abortion of Minor

10 Years Imprisonment in Kalimpong Rape Case: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা নাবালিকাকে ওষুধ দিয়ে গর্ভপাত করানোর মামলায় মা ও ছেলেকে 10 বছরের কারাদণ্ড দিল কালিম্পং জেলা ও দায়রা আদালত ৷ দোষী সাব্যস্ত মা ও ছেলেকে জরিমানাও করেছেন বিচারক ৷

10 Years Imprisonment in Rape Case in Kalimpong
ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকাকে ওষুধ দিয়ে গর্ভপাত মামলায় দোষী মা-ছেলের কারাদণ্ড ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 7:25 PM IST

কালিম্পং, 3 সেপ্টেম্বর: এক নাবালিকাকে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর ঘটনায় দোষী সাব্যস্ত মা ও ছেলের 10 বছরের কারাদণ্ডের সাজা ৷ কালিম্পংয়ের জেলা ও দায়রা আদালতের লোয়ার ডিভিশন কোর্টের বিচারক আজ এই রায় দিয়েছে ৷ 2018 সালের এই ঘটনায় দোষী, মা বিন্দু রাই এবং তার ছেলে আমন রাইকে যথাক্রমে 10 হাজার টাকা ও 1 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত ৷

অভিযোগ উঠেছিল, 2018 সালে কালিম্পংয়ের বাসিন্দা আমন রাই তার প্রতিবেশীর 14 বছরের মেয়েকে এক টানা বেশ কয়েকদিন ধর্ষণ করে ৷ এর জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা ৷ বিষয়টি জানতে পেরে আমন রাইয়ের মা বিন্দু রাই গোপনে নাবালিকাকে ওষুধ দেন গর্ভপাত করানোর জন্য ৷ ফলে নাবালিকার রক্তক্ষরণ শুরু হয় এবং তার শারীরিক পরিস্থিতির অবনতি হয় ৷ তাকে হাসপাতালে নিয়ে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে ৷ এরপরেই কালিম্পং মহিলা থানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে ৷

আমন রাই এবং তাঁর মা বিন্দু রাইকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালায় ৷ চার্জশিট পেশ ও শুনানি মিলিয়ে প্রায় 6 বছর মামলাটি চলার পর, আজ রায় ঘোষণা করেছে কালিম্পং জেলা ও দায়রা আদালত ৷ আজ আমন রাই এবং বিন্দু রাইকে দোষী সাব্যস্ত করে বিচারক দু’জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ৷ সেই সঙ্গে আমন রাইকে 1 লক্ষ টাকা এবং তার মা বিন্দু রাইকে 10 হাজার টাকার জরিমানা ধার্য করেছে কালিম্পং আদালত ৷

কালিম্পং আদালতের পকসোর বিশেষ সরকারি আইনজীবী নিশা রাই বলেন, "নাবালিকার সঙ্গে জঘন্য কাজের পর, অভিযুক্তকে বাঁচাতে তার মাও জড়িত হন ৷ একাধিক সাক্ষ্য ও প্রমাণের পর বিচারক তাদের দুজনকেই 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details