আসানসোল, 11 জুন: রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার পর থেকে বারবার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতী দলকে চিহ্নিত করার চেষ্টা করেছে পুলিশ। তাদের অনুমান ছিল, এই ডাকাতির ঘটনায় যুক্ত বিহারের সোনু সিং ও রাজকুমার সিংয়ের গ্যাং। এরই মাঝে গুলিবিদ্ধ সোনু সিংয়ের খোঁজে পুলিশ পার্শ্ববর্তী বিহার ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। খোঁজ চালানো হচ্ছিল বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন হাসপাতালেও। সোমবার রাতে জানা যায়, বিহারের সিওয়ান জেলা থেকে গ্রেফতার করা হয়েছে সোনু সিংকে। আপাতত সে ধানবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুত তাকে সুস্থ করে আসানসোল নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিহারের সোনু সিং ও রাজকুমার সিংয়ের কুখ্যাত গ্যাংয়ের নামডাক রয়েছে দেশজুড়ে। এর আগে পঞ্জাব, রাজস্থানে বড়সড় ডাকাতির অভিযোগ রয়েছে ওই গ্যাংয়ের বিরুদ্ধে। এরাজ্যেও সিউড়িতে ডাকাতির ঘটনায় এই গ্যাংয়ের যুক্ত থাকার অভিযোগ ছিল। রানিগঞ্জের ঘটনার দিনই ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত সূরজ সিংকে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, সূরজ সিং নাকি সোনু সিংয়ের আত্মীয়। শুধু তাই নয়, রানিগঞ্জের ঘটনায় রাজকুমার সিং ও মহম্মদ খালেদ নামে আরও দুই কুখ্যাত দুষ্কৃতীও যুক্ত ছিল বলে জানতে পারে পুলিশ। বিহারের সিওয়ান জেলা থেকে এই গ্যাংটি বিভিন্ন রাজ্যে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাত বলে জানা গিয়েছে। পূর্ববর্তী ঘটনাক্রম থেকে পুলিশ জানতে পারে, যে এলাকায় সোনু-রাজকুমার ডাকাতির ছক কষত, তার বেশ কিছুদিন আগে থেকেই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে তারা রেইকি চালাত।