কলকাতা, 1 অগস্ট:মালগাড়ির বগিতে ধাক্কা মেরে চক্রধরপুরে বেলাইন হয়েছিল হাওড়া-মুম্বই মেল ৷ তারপর বুধবার রাত 8টা 55 মিনিটে থার্ড লাইনে চলল প্রথম ট্রেন। পুরো সেকশনটি এখন চালু হয়ে গিয়েছে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আংশিক পরিষেবা চালু হলেও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে ৷
পাশাপাশি আরও কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৷ রেলের পক্ষ থেকে যেসমস্ত ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে ৷
যাত্রাপথ ও সময় বদল হওয়া ট্রেনের তালিকা:
- 12810 হাওড়া-সিএসএমটি মুম্বই মেল টাটানগর-চান্ডিল-পুরুলিয়া-হাতিয়া-রৌরকেলা হয়ে গন্তব্যে পৌঁছবে
- 12857 হাওড়া- দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে
- 12858 দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে
- 22897 হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে
- 22898 দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে
- 12222 হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে
- 12860 হাওড়া-সিএসএমটি মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেসের সময় পরিবর্তন হয়েছে
- 22862 কান্তবাঞ্জি-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে
- 12102 শালিমার এলটিটি মুম্বই এক্সপ্রেস বাতিল করা হয়েছে
- 18011/18012 হাওড়া আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস আদ্রা-চক্রধরপুর-আদ্রার মধ্যে পরিষেবা বাতিল করা হয়েছে
অন্যদিকে মেচেদা, ভোগপুর, পাঁশকুড়ার আপ ও ডাউন লাইনে রেলের কাজের জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ৷ সেগুলি হল:
- 38501 হাওড়া বালিচক লোকাল
- 38421 হাওড়া পাঁশকুড়া লোকাল
- 38502 বালিচক হাওড়া লোকাল
- 38436 পাঁশকুড়া হাওড়া লোকাল
বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে:
- 38425 হাওড়া-পাঁশকুড়া লোকাল মেচেদায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
- 38429 হাওড়া-পাঁশকুড়া লোকাল মেচেদায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
- 38440 পাঁশকুড়া হাওড়া লোকাল আবার মেচেদা থেকে রওনা হবে
- 38442 পাঁশকুড়া হাওড়া লোকাল আবার মেচেদা থেকে রওনা হবে
- 38713/38717/38719 হাওড়া খড়গপুর লোকাল নারায়ণ পাঁকুড়িয়া মুরেইল ও নন্দাইগাজনে থামবে না
- 38817/38819 হাওড়া মেদনাপুর লোকাল নারায়ণ পাঁকুড়িয়া মুরেইল ও নন্দাইগাজনে থামবে না
- 38423 হাওড়া খড়গপুর লোকাল নারায়ণ পাঁকুড়িয়া মুরেইল ও নন্দাইগাজনে থামবে না