ঘাটাল, 27 নভেম্বর: শীত পড়তেই ভিড় জমাতে শুরু করেছে পরিযায়ী পাখিদের দল ৷ পশ্চিম মেদিনীপুর জেলার শেষ প্রান্ত ঘাটালে এই পরিযায়ী পাখিদের নিয়ে রীতিমতো উৎসাহ দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষজনদের মধ্যে । ভিনদেশি পাখিদের থাকার উপযুক্ত ব্যবস্থা করার পাশাপাশি তারা যাতে নিজেদের মতো বিচরণ করতে পারে এবং তাদের যেন কেউ বিরক্ত না করে সেদিকে প্রশাসনের নজরদারিও চাইছেন তাঁরা ৷
মূলত এই শীতের শুরুতেই ফি বছর নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই ঘাটাল শহর সংলগ্ন হরিসিংপুর পার্কের ঝিল ও খড়ার পুরসভার একটি জলাশয়ে ভিড় জমায় পরিযায়ী পাখির দল । আর শীতের মরশুমে অতিথিদের দেখা মেলায় খুশি হয় সংশ্লিষ্ট এলাকাবাসী ৷ ঘাটালের হরিসিংপুরের এই সমস্ত ঝিলগুলি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতি ৷