কলকাতা, 31 মে: রাত পোহালেই রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে রাজ্যে উদ্ধার 9 লক্ষ 15 হাজার টাকা ৷ শুক্রবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা চেকিংয়ের সময় বেশ কয়েকজন বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার হয়েছে এই টাকা ৷
শেষ দফায় রাজ্যের 9টি আসনে হবে ভোট ৷ নির্বাচনের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে ৷ শহরের আনাচে-কানাচে চলছে নাকা চেকিং ৷ তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি গাড়ি ও বাইকে ৷ এদিন নাকা চেকিংয়ের সময় এই টাকা উদ্ধার করেন গোলাবাড়ি থানার পুলিশ। ঘটনায় ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ভোটের আগে এত টাকা কোথা থেকে এল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কোন উদ্দেশ্যেই বা এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সেই উত্তরও খুঁজে পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷