পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিএএ আইন লাগু ভোটের আগে 'ললিপপ', কটাক্ষ মমতাবালার - CAA implemented in india

Citizenship Amendment Act: দেশজুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন ৷ একদিকে যখন এই ঘোষণায় মতুয়াগড়ের একাংশ মেতে ওঠে আনন্দে, তখন সরকারের বিরোধিতায় সুর চড়ালেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর ৷

Etv Bharat
সিএএ আইন লাগু

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 10:56 PM IST

কলকাতা, 11 মার্চ: সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সুরে সুর মিলিয়েই তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রাক্তন সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতবালা ঠাকুর কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে কটাক্ষ করেছেন ৷

এদিন ইটিভি ভারতের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মতুয়ারা ভারতের ভূমিপুত্র ৷ কোনও কাগজের বিনিময় নয়, নিঃশর্ত নাগরিকত্বই আমাদের দাবি। নির্বাচনের আগে মতুয়াদের সমর্থন পাবেন না বুঝতে পেরে তাঁদের সামনে ললিপপ দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ এদিন তিনি প্রশ্ন তুলে বলেন, "নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাস হয়েছে 2019 সালে। আইন পাশ হওয়ার পর রুল জারি করতে কেন এতদিন সময় লেগে গেল ?"

মহাসংঘের সংঘাধিপতি বলেন, "কেন্দ্রীয় সরকার যদি প্রকৃতই নাগরিকত্ব দিতে চাইতো তাহলে অনেক আগেই নাগরিকত্ব দিতে পারত। ওরা জানে মতুয়ারা ওদের পাশ থেকে সরে গিয়েছে, আধার কার্ড বাতিল হওয়ার পর তাঁরা আর বিজেপির উপর বিশ্বাস রাখতে পারছিল না। তাই তড়িঘড়ি নাগরিকত্বের কথা ঘোষণা করে মতুয়াদের মন জয়ের চেষ্টা করল বিজেপি ।"

তিনি আরও বলেন, আমরা জানি আগামিকাল অথবা পরশুদিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে। নির্বাচন ঘোষণা করার অর্থই সব কাজ বন্ধ হয়ে যাবে। কাল ভোরে নাগরিকত্বের জন্য আবেদন জানালেও নির্বাচন সম্পূর্ণ হওয়ার আগে নাগরিকত্ব পাওয়া সম্ভব নয়। ভোটের আগে নাগরিকত্ব দেওয়ার কথা বলে আসলে বিজেপি তার ভোট নিশ্চিত করতে চাইছে। শুধু তাই নয়, আগামীতে ঘুরপথে এনআরসি-ও চাপিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই দেশে কার্যকর হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন ৷ তবে সেখানে কীভাবে ফর্মফিলাম করতে হবে বা তার নিয়মাবলী কী, তা এখনও জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details