কলকাতা, 6 নভেম্বর: আবারও এক কোটি সদস্যপদ সংগ্রহের আবেদন জানিয়ে ভিডিয়ো বার্তা দিলেন বিজেপি-র জাতীয় কর্মসমিতির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সম্প্রতি বাংলায় এসে এক কোটি সদস্যপদের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সেই সাংগঠনিক বৈঠকে একই বার্তা দিয়ে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তীও ৷মঙ্গলবার ফের একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি বাংলার মানুষের কাছে বাংলাকে বাঁচাতে এক কোটি সদস্যপদ সংগ্রহের লক্ষমাত্রা পূরণের আবেদন জানিয়েছেন।
ভিডিয়ো বার্তা মিঠুনের (ইটিভি ভারত) আসন্ন উপনির্বাচনের প্রচারে পদ্মশিবির যেমন আরজি কর ইস্যুকে হাতিয়ার করতে চলেছে, তেমনই 2026-এর নির্বাচনের আগে এক কোটি সদস্য তৈরি করাই এখন দলের পাখির চোখ। মিঠুন চক্রবর্তী তাঁর ভিডিয়ো বার্তায় বলেছেন, "কিছুদিন আগে আমরা সদস্যপদ অভিযান শুরু করেছি। লক্ষ্য এক কোটি। এর জন্য আমাদের মেহনত করতে হবে। কী রকম মেহনত ? পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কথা বলুন, নিজের মা-বোন, ভাই-পিসি সবাইকে বোঝান, কেন বিজেপির সদস্যপদ জরুরি। বলুন এই সদস্যপদ নিন, বিজেপিকে ভোট দিন। তবেই বাংলা বাঁচবে। বাংলা বাঁচানোর রাস্তা একটাই, এক কোটি সদস্যপদ।"
মিঠুন আরও বলেন, "আপনি গ্রামে থাকলে আপনার পাশের বাড়িতে যান, সেখানে সবার সঙ্গে কথা বলুন। বিজেপিকে ভোট দিতে বলুন। তাই আমি বিজেপি সদস্যদের বলছি, অন্য কোনও কাজ না করে, এটাই আমাদের কর্মসূচি ভেবে (সদস্যতা অভিযান) সবাইকে সদস্য করুন। এক কোটি সদস্য আমাদের করতেই হবে। এক কোটি সদস্য মানে তিন কোটি ভোট। পশ্চিমবঙ্গ জিততে চার শতাংশ ভোট আমাদের বাড়াতে হবে। তবেই পশ্চিমবঙ্গ নৈরাজ্যমুক্ত হবে ও বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে।"