কলকাতা, 11 ফেব্রুয়ারি: ভালো আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে । একটা সময় মনে হয়েছিল রবিবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে মহাগুরুকে ৷ পরবর্তী সময় জানা যায় এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না অভিনেতা। এদিন সকালে হাসপাতাল থেকে বেরিয়ে এসে প্রযোজক অতনু রায় চৌধুরী দাবি করেন মিঠুনকে ছেড়ে দেওয়া হবে। তবে এরপরই হাসপাতাল সূত্রে জানা এদিন অভিনেতাকে ছাড়া হচ্ছে না। তাঁকে হাসপাতালেই থাকতে হচ্ছে।
প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘরের ছেলে মিঠুন চক্রবর্তী । তাই বেসরকারি হাসপাতালে এ দিন অভিনেতাকে দেখতে এলেন সিপিএম নেতার স্ত্রী রমলা চক্রবর্তীও । তাঁকে দেখে বেরিয়ে তিনি বলেন, "শুটিংয়ের চাপে ওঁ ক্লান্ত থাকে ৷ কিন্তু আজ ওঁকে ফুরফুরে মেজাজে দেখলাম । সাধারণ মানুষ হয়েও ওঁর মধ্যে একটা অসাধারণ ক্ষমতা রয়েছে । ওঁ মানুষকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে । ওঁর আজকে ছুটি হয়ে গিয়েছে ৷ তবে আমরা বকাবকি করেছি । তাই আজকের দিনটা ওঁকে হাসপাতালে রেখে দেওয়া হবে ।"
কলকাতায় ছবির শুটিং করছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । শুটিংয়ের মাঝে শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় মহাগুরুকে ৷ তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করে জানা যায় তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন । শনিবার সন্ধ্যায় বেসরকারি হাসতাপালের তরফে অভিনেতার স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিনে ব্রেনস্ট্রোকেই মান্যতা দেওয়া হয় ৷ সেখানে জানানো হয়, মিঠুন চক্রবর্তীর মস্তিষ্কে 'ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট' (স্ট্রোক) হয়েছে ৷ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিউরোফিজিসিয়ান, গ্যাস্ট্রোএন্ট্রোলজি এবং কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা । কিন্তু এই মুহূর্তে তিনি ভালো আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর ।