পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জুয়ার ঠেক নিয়ে প্রতিবাদের মাশুল ! চাষীর ক্ষেত নষ্ট করল যুবকরা - Crop Field Destroyed by Miscreants - CROP FIELD DESTROYED BY MISCREANTS

Vegetable Field Destroyed by Miscreants: অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্য বলতেন প্রায়ই ৷ হুমকিও মিলত ৷ কিন্তু ভাবেননি সত্যিই এতবড় ক্ষতি করে দেবে ওরা ৷

Cooch behar News
নষ্ট হওয়ার পরে পটল ও বেগুন ক্ষেতের অবস্থা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 7:49 PM IST

কোচবিহার, 4 সেপ্টেম্বর:রাস্তায় প্রতিদিন জুয়ার ঠেক বসত ৷ পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজকর্মও চলত ৷ আসা-যাওয়ার পথে এসব দেখে প্রতিবাদ করতেন সবজি চাষী সুভাষ চন্দ্র দাস ৷ প্রত্যুত্তরে 'দেখে নেব', 'কীভাবে ক্ষতি করতে হয় দেখে নেবে' ইত্যাদি পালটা হুমকিও আসত ওদের তরফ থেকে ৷ তবে সে সবে কান দিতেন না প্রতিবাদী সুভাষ ৷

প্রতিবাদের মাশুল ! ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতীরা (ইটিভি ভারত)

প্রতিদিনের মতো সোমবার রাতেও ওদের এসব অসামাজিক কাজ করতে মানা করেছিলেন সুভাষবাবু ৷ যার জেরে বচসাও হয় ৷ হুমকিও এসেছিল ৷ তবে তা যে পরেরদিন সত্যি হয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবেননি ৷ মঙ্গলবার সকালে এসে দেখেন তাঁর দুই বিঘা (18 কাঠা) সবজি ক্ষেত পুরো নষ্ট করে দিয়েছে ৷ বেগুন ও পটল গাছ উপড়ে পড়ে রয়েছে ৷ চোখের সামনে নিজের হাতে তৈরি সবজি ক্ষেতের এহেন অবস্থা দেখে চোখে জল এসে যাওয়ার উপক্রম ৷ তাঁর সন্দেহ ওই যুবকরাই ক্ষতি করার জন্য এসব কাজ করেছে ৷

দিনহাটা-2 নম্বর ব্লকের ওই সবজি চাষী মঙ্গলবার রাতে স্থানীয় থানায় অভিযোগ জানান ৷ প্রথমে অভিযোগ নিতে গড়িমসি করলেও পরে তা নিতে বাধ্য হয় পুলিশ ৷ ঘটনাস্থলে এসে দেখে যান তাঁরা ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ৷

এই বিষয়ে সুভাষচন্দ্র দাস বলেন, "দিনহাটা দুই নম্বর ব্লকের আবুতারা বাজার এলাকায় মদ এবং জুয়ার আড্ডা বসে প্রতিদিন । আমি এর প্রতিবাদ করেছিলাম । ওই দুষ্কৃতীরা আমাকে দেখে নেবার হুমকি দেয় । আমি তখন বুঝতে পারিনি আমার এত বড় ক্ষতি করবে ওরা । এদিন সকালে আমি বেগুন এবং পটলের জমিতে গিয়ে দেখি সমস্ত সবজি গাছ তছনছ অবস্থায় পড়ে রয়েছে । পরে আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি । পুলিশ এসে সমস্ত ঘটনা শুনে গিয়েছে । আমার প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি করে দিয়ে গেল ওরা ।"

যদিও দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে । 3 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details