পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্লীলতাহানিতে আটক, পুলিশকে পিটিয়ে অভিযুক্তকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের ! তাণ্ডব শিয়ালদা ট্রাফিক গার্ডে

বাসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ ৷ শিয়ালদায় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা ৷ ট্রাফিক গার্ডে অভিযুক্তকে রাখার পর, রাতে দুষ্কৃতীদের তাণ্ডব ৷

MISCREANTS BEAT POLICE
শিয়ালদা ট্রাফিক গার্ড ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 19 নভেম্বর: শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা শিয়ালদা ট্রাফিক গার্ডে ! সোমবার রাতের ঘটনায় ফের একবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ৷ 10-12 জন দুষ্কৃতীর বিরুদ্ধে ট্রাফিক গার্ডের ভিতরে ঢুকে ভাঙচুর ও পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে ৷ ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর ৷

ঘটনা সোমবার রাত পৌনে বারোটার ৷ দক্ষিণ কলকাতা থেকে একটি বাস শিয়ালদার দিকে আসছিল ৷ অভিযোগ, বাসে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন মদ্যপ যুবক ৷ ওই মহিলা প্রতিবাদ করলে তাঁকে হুমকি দিতে থাকেন অভিযুক্ত ৷ এরপর বাসের অন্যান্য যাত্রীরাও প্রতিবাদ করেন ৷ তখন বাকিদেরও হুমকি দেন ওই যুবক ৷

সেই সময় এক যাত্রী 100 ডায়াল করেন ৷ বাস শিয়ালদা পৌঁছালে যাত্রীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন ৷ অভিযুক্তকে সেখান থেকে শিয়ালদা ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয় ৷ লালবাজার সূত্রে খবর, পুলিশ তাঁকে আটক করার পরে অভিযুক্ত একটি ফোন করেছিলেন ৷ তার কিছুক্ষণের মধ্যে বাইকে করে 10-12 জন যুবক শিয়ালদা পুলিশ গার্ডের সামনে পৌঁছে যায় ৷

অভিযোগ, পুলিশ গার্ডের ভিতরে ঢুকে অভিযুক্তকে ছেড়ে দিতে বলেন তাঁরা ৷ তখন সেখানে উপস্থিত পুলিশকর্মীরা সবাইকে বেরিয়ে যেতে বলেন ৷ এরপরেই ওই 10-12 জন ট্রাফিক গার্ডের অফিসের টেবিল-চেয়ার ফেলে দিতে শুরু করেন বলে অভিযোগ ৷ তাঁদের বাধা দেওয়ায় এক পুলিশকর্মীকে মারধর করা হয় ৷ অভিযোগ, বাকি পুলিশকর্মীদেরও মারধর করে শ্লীলতাহানিতে অভিযুক্তকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায় ওই যুবকেরা ৷

লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় ট্রাফিক গার্ডের সিসিটিভি ফুটেজ দেখে 6 জনকে আটক করা হয়েছে ৷ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ তবে, পুরো ঘটনায় আবারও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এর আগেও, বেশ কয়েকবার পুলিশকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে দেখা গিয়েছিল ৷ সম্প্রতি নেতাজিনগর এলাকার দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুতে এক অতিরিক্ত ওসি-কে হেনস্তা হতে হয়েছিল ৷ এবার শিয়ালদার মতো জায়গায় ট্রাফিক গার্ডের অফিসে ঢুকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা, শহরের নাগরিক সুরক্ষায় বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details