হামলায় ভাঙল উদয়ন গুহর গাড়ির কাচ কোচবিহার, 31 মার্চ: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ'র গাড়িতে হামলা। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘুঘুমারি এলাকায়। ঘুঘুমারি এলাকায় এদি বিজেপির একটি মিছিল ছিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবিবার সন্ধেয় ওই মিছিলের পাশ দিয়ে দিনহাটা থেকে কোচবিহারে ফিরছিলেন ৷ সেই সময়ই ঘুঘুমারি চৌপতি এলাকায় তাঁর গাড়ির উপর হামলা চালানো হয় ৷ ওই হামলায় গাড়ির কাচ ভেঙে যায় মন্ত্রীর ৷ এই ঘটনার দায় তিনি চাপিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর ৷ যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর দাবি, দিনহাটা থেকে এদিন সন্ধেয় তিনি কোচবিহারে ফিরছিলেন ৷ সেই সময় নিশীথ প্রামাণিকের নির্দেশেই তাঁর গাড়িতে হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকেরা ৷ এদিন দিনহাটায় তৃণমূলের মিছিল দেখে চাপে পড়ে গিয়েছে বিজেপি ৷ সেই হতাশা থেকেই তাঁর গাড়িতে হামলা বলে মনে করেন উদয়ন ৷
এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। জলপাইগুডির ঝড়ের প্রসঙ্গ তুলে এনে তিনি দাবি করেন, "জলপাইগুড়ি এবং চারপাশের অঞ্চল ঝড়ে বিপন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই ছুটে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টিমকে কাজে নামাচ্ছেন। ঠিক তখন বিজেপির নিশীথ প্রামাণিকের লোকেরা উদয়ন গুহর গাড়িতে গুন্ডামি করছেন। অমিত মালব্য সাম্প্রদায়িক রাজনীতিতে উস্কানি দিচ্ছেন।"
উল্লেখ্য, কোচবিহারের দিনহাটা এলাকায় বার বার উদয়ন বনাম নিশীথ গোষ্ঠীর অশান্তি হয়েছে। কিছু দিন আগে উদয়নের জন্মদিনে নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। অশান্তি ঠেকাতে গিয়ে আহত হন এক সরকারি আধিকারিক। খবর পেয়ে পরের দিন রাজ্যপাল সিভি আনন্দ বোস দিনহাটায় গিয়েছিলেন। সেই ঘটনায় বনধেরও ডাক দিয়েছিলেন উদয়ন গুহ ৷ পরে অবশ্য তিনি তা তুলে নিয়েছিলেন ৷
আরও পড়ুন:
- উদয়ন-নিশীথ বাহিনীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 2, তদন্ত জারি
- নিশীথ প্রামাণিকের গড়ে ধুন্ধুমার, প্রচারে গিয়ে বিপাকে উদয়ন গুহ
- রাজ্যপাল পৌঁছনোর আগেই বনধ প্রত্যাহার, দিনহাটায় বিজেপির বিক্ষোভ