পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহজাহান-কাণ্ডের জেরে থমকে উন্নয়ন! সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সুজিত - Minister Visits Sandeshkhali - MINISTER VISITS SANDESHKHALI

Minister on Sandeshkhali Development: সন্দেশখালির প্রাক্তন দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির পর এই এলাকাজুড়ে রাজ্য রাজনীতিতে উথালপাথাল হয়েছে ৷ এর জেরে আটকে গিয়েছে এলাকার উন্নয়ন ৷ এবারের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম ৷ এরপর সন্দেশখালির উন্নয়নে প্রশাসনিক বৈঠক করলেন মন্ত্রী সুজিত বসু ৷

Minister Sujit Basu in Sandeshkhali
সন্দেশখালিতে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে বৈঠক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 8:36 PM IST

বসিরহাট, 3 অগস্ট: শাহজাহান-কাণ্ডের জেরে বেশ কয়েক মাস ধরে সন্দেশখালিতে থমকে রয়েছে উন্নয়ন ! মুখ্যমন্ত্রীর নির্দেশে আটকে থাকা উন্নয়নে গতি আনতে শনিবার সেখানে গেলেন মমতার দূত দমকলমন্ত্রী সুজিত বসু ৷ বিডিও অফিসে করলেন প্রশাসনিক বৈঠকও ৷

দমকল মন্ত্রী সুজিত বসু সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠক করলেন (ইটিভি ভারত)

সূত্রের খবর, শাহজাহান-কাণ্ডের পর এটিই প্রথম প্রশাসনিক বৈঠক সন্দেশখালিতে ৷ এদিনের এই বৈঠকে সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের বিডিও, জেলার পুলিশ সুপার, বসিরহাটের মহকুমাশাসক ছাড়াও ছিলেন উত্তর 24 পরগনা জেলাপরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ৷

এদিনের বৈঠকে একদিকে সরকারি প্রকল্প ত্বরান্বিত করতে যেমন প্রশাসনিক রূপরেখা ঠিক হয়েছে ৷ অন‍্যদিকে, প্রকল্পে দুর্নীতি ঠেকাতে স্বচ্ছতার উপরেও জোর দেওয়া হয়েছে ৷ সুন্দরবন ঘেঁষা দুই ব্লকে সরকারি প্রকল্পের কাজ কতদূর এগলো, তা জানতে আগামী সেপ্টেম্বর মাসে পুনরায় প্রশাসনিক বৈঠক করে, পর্যালোচনা করা হবে বলেও জানা গিয়েছে ৷

এদিকে, সন্দেশখালির উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী সেখানকার প্রশাসনিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেন মন্ত্রী সুজিত বসুকে ৷ বৈঠকে থাকতে বলা হয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকেও ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই শনিবার প্রশাসনের একাধিক আধিকারিক ও শাসকদলের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷

সন্দেশখালির উন্নয়নের পাশাপাশি এদিন নদী বাঁধের সংস্কারের বিষয়েও বিশদে আলোচনা হয়েছে এই প্রশাসনিক বৈঠকে ৷ বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, "লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যু তৈরি করে জাতীয়স্তরে প্রচার করার চেষ্টা হয়েছিল ৷ বসিরহাট লোকসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল প্রার্থী 3 লক্ষ 33 হাজার ভোটে জয়ী হয়েছেন ৷ সন্দেশখালি তাঁর (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) নজরে আছে ৷ সন্দেশখালি 1 এবং 2 নম্বর ব্লকে সরকারি প্রকল্পগুলিতে দ্রুত রূপায়িত হয়, সেই বিষয়ে আলোচনা হয়েছে ৷”

শাহজাহান-কাণ্ডের জেরে চলতি বছরের শুরু থেকেই রাজ‍্য রাজনীতির চর্চায় রয়েছে সন্দেশখালি ৷ রেশন দুর্নীতি মামলায় গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি ৷ তার জেরে শাহজাহান অনুগামীদের হাতে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়া। এরপর শাহজাহান ও তাঁর দুই দোসর শিবু হাজরা, উত্তম সরদারের বিরুদ্ধে জমি জবরদখল, নারী নির্যাতন নিয়ে গর্জে ওঠেন গ্রামের মহিলারা ৷ পথে নেমে সন্দেশখালির এই তৃণমূল নেতাদের বেআইনি কাজের প্রতিবাদও করেন তাঁরা ৷

শুরু হয় আন্দোলন ৷ সেই আন্দোলন এক সময় জনরোষে পরিণত হয় ৷ শিবু এবং উত্তমের একের পর এক পোলট্রি ফার্ম, খামার বাড়ি পুড়ে খাক হয়ে যায় ৷ পরিস্থিতি ক্রমশই পুলিশের ধরা ছোঁয়ার বাইরে চলে যায় ৷ লাগাতার আন্দোলনের চাপে পড়ে শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার হন জেলাপরিষদ সদস্য উত্তম সরদার ৷ এরপর একে একে ধরা পড়েন শাহজাহান, শিবু হাজরা-সহ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতারাও ৷ সন্দেশখালির অস্থির পরিস্থিতির জেরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে অগস্ট মাস দীর্ঘ প্রায় আট মাস পরিষেবামূলক যাবতীয় কাজকর্ম থমকে থাকে বলে অভিযোগ ৷ ব্যাহত হয় উন্নয়নও ৷

ABOUT THE AUTHOR

...view details