পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে, এবার বেলাইন মালগাড়ি; উদ্বিগ্ন মমতা - GOODS TRAIN DERAILS AT RANGAPANI

GOODS TRAIN DERAILS AT RANGAPANI: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে ৷ এবার লাইনচ্যুত হল খনিজ তেলের মালগাড়ি ৷

ETV BHARAT
ফের ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 12:36 PM IST

Updated : Jul 31, 2024, 1:51 PM IST

দার্জিলিং, 31 জুলাই: ফের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে এবার খনিজ তেলের মালবাহী ট্রেন লাইনচ্যুত হল রাঙাপানিতে । তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷ খুব সময়ের ব্যবধানে একই জায়গায় পরপর দু'বার রেল দুর্ঘটনা হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

রাঙাপানিতে বেলাইন মালগাড়ি (নিজস্ব ভিডিয়ো)

রাঙাপানির দুর্ঘটনা নিয়ে আজ টুইটে মমতা লিখেছেন, "উত্তরবঙ্গের সেই একই এলাকা ফাঁসিদেওয়া/রাঙাপানিতে আজ আরেকটি রেল দুর্ঘটনা ঘটেছে, যেখানে মাত্র ছয় সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ! যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন !!"

প্রসঙ্গত, রাঙাপানির কাছেই আপ লাইনে 17 জুন দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল 10 জনের । আহত হয়েছিলেন বহু যাত্রী ।

বুধবার দুপুর নাগাদ কলকাতা থেকে রাঙাপানির কাছে নুমরিগর রিফাইনারিতে ঢোকার আগে লাইনচ্যুত হয় ওই মালগাড়িটি । ঘটনায় ফের একবার চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । ডাউন লাইনে ওই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় । কিন্তু ওই ঘটনায় ফের একবার রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

রেল সূত্রে জানা গিয়েছে, চটহাট স্টেশন পার করার পর রাঙাপানি থেকে একটি ডাউন লাইন নুমরিগর রিফাইনারিতে যায় । ট্রেনটি রাঙাপানি থেকে বাঁক নিয়ে রিফাইনারির দিকে যাওয়ার সময় মাঝের দুটো কামরা লাইনচ্যুত হয় । এই খবর পাওয়া মাত্র নিউ জলপাইগুড়ি লোকো শেড থেকে রিকভারি ইঞ্জিন ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন । দ্রুত কামরা দুটিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে ।

এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "একটি মালগাড়ির দুটো কামরা লাইনচ্যুত হয়েছে বলে জেনেছি । পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে । খুব একটা বেশি সময় লাগবে না বলে ধারণা ।" তবে ফের প্রায় একই জায়গায় এদিন মালবাহী ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ।

উল্লেখ্য, গতকাল ভোরেও ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-মুম্বই মেলের 18টি বগি ৷ এই ঘটনায় কমপক্ষে দু'জনের মৃত্যু হয় ও অনেকে আহত হন ৷

Last Updated : Jul 31, 2024, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details