পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলেই প্রতিবাদীদের উপর হামলা, দুর্গাপুরে তোপ মীনাক্ষীর - Minakshi Mukherjee Slams CM - MINAKSHI MUKHERJEE SLAMS CM

Minakshi Mukherjee Slams CM: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বলেই প্রতিবাদীদের উপর হামলা চালাচ্ছেন ৷ দুর্গাপুরে গিয়ে একথা বললেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ গতকাল দুর্গাপুরে ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷

ETV BAHRAT
দুর্গাপুরে গিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ মীনাক্ষীর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 3:10 PM IST

দুর্গাপুর, 29 অগস্ট: আরজি কর ইস্যুতে দুর্গাপুরে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় এবার সরব সিপিআইএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী প্রতিবাদকে ভয় পেয়েছেন বলেই প্রতিবাদীদের উপর হামলা চালানো হচ্ছে ৷

দুর্গাপুরে গিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ মীনাক্ষীর (নিজস্ব ভিডিয়ো)

দুর্গাপুরে সিপিআইএমের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বুধবার ৷ সেই মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ দু'পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ৷ লাঠি ও ইটের আঘাতে দু'পক্ষের বেশ কয়েকজন আহত হন ৷ সিটি সেন্টার চত্বরে ব্যাপক বোমাবাজিও চলে ৷ সিটি সেন্টারে থাকা সিপিআইএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনকে নিশানা করে দফায় দফায় বোমাবাজি চলে ৷ সেখানে রাখা বেশ কয়েকটি মোটর বাইকেও তৃণমূলের কর্মী-সমর্থকরা ভাঙচুর চালান বলে অভিযোগ ৷

এদিকে, তৃণমূলের তরফে পালটা অভিযোগে বলা হয়, গতকাল তাঁরা বনধ বিরোধিতার জন্য জমায়েত করেছিলেন ৷ ঠিক সেই সময় ডিওয়াইএফআইয়ের মিছিল সিটি সেন্টার দিয়ে যাচ্ছিল ৷ তাদের মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় ৷ শুধু তাই নয়, ডিওয়াইএফআই কর্মীরা লাঠি হাতে তৃণমূলের কর্মী-সমর্থকদের দিকে তেড়ে আসেন ৷ কুৎসিত অঙ্গভঙ্গিও করেন বলে অভিযোগ ৷ তা দেখে উপস্থিত মানুষজনই প্রতিবাদ করেন ৷ তৃণমূলের কেউ বোমাবাজি করেনি ৷ কোথাও হামলাও চালায়নি বলে দাবি করা হয় ৷

গতকাল পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল ৷ এই ঘটনা নিয়ে বৃহস্পতিবারও থমথমে দুর্গাপুর ৷ এদিন সকালেই শহিদ বিমল দাশগুপ্ত ভবনে পৌঁছন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ গতকালের ঘটনা নিয়ে পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন তিনি ৷

তিনি বলেন, "গতকাল পুলিশের নিষ্ক্রিয়তাতেই তৃণমূলের নেতা-কর্মী এবং সমর্থকরা দলীয় ঝান্ডা হাতে এই হামলা চালিয়েছে ৷ ভিডিয়ো ক্লিপে তা স্পষ্ট হয়ে গিয়েছে ৷ হামলাবাজদের মধ্যে আমাদের এক প্রাক্তন নেতা, যিনি বর্তমানে তৃণমূলে, তাঁকেও দেখা গিয়েছে ৷ আমরা সেটা লুকোচ্ছি না ৷ গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী চূড়ান্ত অমানবিক এবং দায়িত্বজ্ঞানহীতনতার পরিচয় দিয়েছেন ৷ গোটা রাজ্যজুড়ে যে প্রতিবাদের আওয়াজ শুরু হয়েছে, তাতে তিনি ভীত ৷ তাই তিনি গুন্ডাদের রাস্তায় নামিয়ে দিয়েছেন ৷ তাই অন্য দল থেকে যেসব গুন্ডা তৃণমূলে নাম লিখিয়েছে, তারা আবার রাস্তায় নেমে পড়েছে ৷ তবে আরজি করে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে কোনও আন্দোলন, কোনও মিছিল থামবে না ৷ মুখ্যমন্ত্রী এসব বৃথা চেষ্টা করছেন ৷ তিনি ভয় পেয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন ৷ গতকালের ঘটনা পুলিশের অপদার্থতা ৷ আমরা রাস্তায় আছি বলেই মাননীয়া ভয় পেয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details