কলকাতা, 23 নভেম্বর: সপ্তাহান্তে ব্লু লাইনে পরিষেবায় বিরাট বদল । শনিবার ও রবিবার দমদম থেকে ছাড়বে না মেট্রো ৷ এরই সঙ্গে এই দু'দিন কমতে চলেছে মেট্রোর সংখ্যাও ৷
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ও রবিবার পরীক্ষামূলকভাবে দমদমের পরিবর্তে ডাউন লাইনের মেট্রো ছাড়বে নোয়াপাড়া থেকে । অর্থাৎ আপ লাইনেও দমদম পর্যন্ত নয়, মেট্রো নোয়াপাড়াতেই গিয়ে শেষ করবে যাত্রা ।
মেট্রোরেলের তরফে আরও জানানো হয়েছে, যাত্রীদের আবেদনে সাড়া দিয়েই এই রদবদল করা হয়েছে । বর্তমানে মেন লাইনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সারাদিনে 290টি মেট্রো চলাচল করে । এই মোট সংখ্যার মধ্যে 159টি মেট্রো দমদম পর্যন্ত যায় ৷ বাকি 132টি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যায় ।
ব্যস্ততার সময় দক্ষিণেশ্বর স্টেশন থেকে ভিড়ে ঠাসা থাকে মেট্রো ৷ সেই মেট্রো যখন দমদমে প্রবেশ করে, তখন ভিড়ের ঠেলায় অনেকেই ট্রেনে উঠতে পারেন না । এর ফলে তাঁদের গন্তব্যে পৌঁছতে অনেকটাই দেরি হয় যায় । তাই এই ব্যবস্থায় যাত্রীদের হয়রানি হচ্ছিল বলেই অভিযোগ ওঠে । তাদের কথা মাথায় রেখেই মেট্রোয় বদল আনা হচ্ছে ৷
শনিবার সারাদিনে 234টির পরিবর্তে 238 মেট্রো চলবে । নোয়াপাড়া থেকে ছেড়ে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাবে মেট্রো ।
দিনের প্রথম পরিষেবা:
নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে ।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার জন্য দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 56 মিনিটে ।
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7:00 টায়।
দিনের শেষ পরিষেবা:
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে ।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 27 মিনিটে ।
নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে ।