পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণেশ্বর-দমদমের মধ্যে মেট্রোর সিগন্যালিংয়ে ত্রুটি, ঘণ্টাখানেক পরিষেবা বন্ধের জেরে ভোগান্তি যাত্রীদের - Metro Services Interrupted

Metro Services Interrupted Between Dakshineswar-Dumdum: দক্ষিণেশ্বর থেকে দমদমের মধ্যে সিগন্যালিং ত্রুটির জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকল মেট্রো পরিষেবা ৷ বেলা একটা থেকে সমস্যা শুরু হয় ৷ যার জেরে পরিষেবা বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বর ও দমদমের মধ্যে ৷

Metro Services Interrupted
সিগন্যালিং ত্রুটির জেরে দক্ষিণেশ্বর-দমদমের মধ্যে 1 ঘণ্টা বন্ধ থাকল পরিষেবা ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 3:01 PM IST

কলকাতা, 17 অগস্ট: সপ্তাহান্তে দুপুরবেলায় নাজেহাল কলকাতা ও শহরতলির মেট্রোর যাত্রীরা ৷ দুপুর 1টা থেকে প্রায় এক ঘণ্টা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকল কলকাতা মেট্রোর পরিষেবা ৷ দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে পয়েন্টের সমস্যার কারণে, সিগন্যালিং ব্যবস্থা ভেঙে পড়ে ৷ যার ফলে প্রায় এক ঘণ্টা মেট্রো পরিষেবা এই দুই স্টেশনের মধ্য বন্ধ ছিল ৷ বেলা 2টো নাগাদ ফের এই দুই স্টেশনের মধ্যে রেক চলাচল শুরু হয় ৷

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, শনিবার দুপুর 1টার সময় হঠাৎই দক্ষিণেশ্বর ও দমদমের মাঝে সিগন্যালিং ব্যবস্থা খারাপ হয়ে যায় ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ এই দুই স্টেশনের মাঝে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ৷ তবে, ব্লু লাইনে অর্থাৎ, দমদম থেকে কবি সুভাষ আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক ছিল ৷ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "দমদমের পর থেকে দক্ষিণেশ্বরের মধ্যে সিগন্যালিং পয়েন্টে সমস্যা দেখা দেয় ৷ খবর পাওয়া মাত্র মেট্রো রেলের ইঞ্জিনিয়ার এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রয়োজনীয় ত্রুটি সারিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হয় ৷"

মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সিগন্যালিং ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পর বেলা 1টা 50 মিনিট নাগাদ দক্ষিণেশ্বরের দিকে মেট্রো চলে ৷ ওই একই সময়ে দক্ষিণেশ্বর থেকে মেট্রো দমদমের দিকে রওনা দেয় ৷ উল্লেখ্য, সাম্প্রতিক সময় যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা মেট্রো পরিষেবা মাঝে মধ্যেই ব্যাহত হয়েছে ৷ যা নিয়ে যাত্রীদের মধ্যে প্রায়ই ক্ষোভ দেখা দেয় ৷ বিশেষত, সকালে অফিসের ব্যস্ত সময়ে প্রায়ই এই ধরনের ঘটনা দেখা গিয়েছে ৷ একই সঙ্গে মেট্রোয় আত্মহত্যার ঘটনার জেরেও পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনাও বহুবার ঘটেছে ৷

ABOUT THE AUTHOR

...view details