কলকাতা, 4 অক্টোবর: বিকল সিগন্যালিং ব্যবস্থা ৷ তার জেরে খানিকটা সময় বন্ধ থাকে দক্ষিণেশ্বর-দমদম রুটের মেট্রো পরিষেবা ৷ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। অফিস থেকে ফেরার সময় ভোগান্তির মধ্যে পড়তে হয় মেট্রো যাত্রীদের। শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ মেট্রোর ব্লু লাইনে সিগন্যালের ত্রুটি দেখা দেয়। সিগন্যালিংয়ের সমস্যা দেখা দেওয়ার জেরে খানিকক্ষণের জন্য বন্ধ থাকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা।
প্রায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক হল মেট্রো পরিষেবা - KOLKATA METRO FACES DISRUPTION - KOLKATA METRO FACES DISRUPTION
Metro Service Disrupted: যান্ত্রিক ত্রুটির কারণে দক্ষিণেশ্বর-দমদম মেট্রো স্টেশনের মধ্যে আপাতত বন্ধ পরিষেবা ৷ অফিস টাইমে ভোগান্তিতে নিত্য যাত্রীরা ৷
Published : Oct 4, 2024, 7:34 PM IST
|Updated : Oct 4, 2024, 8:53 PM IST
সিগন্যালিং ব্যবস্থা স্বাভাবিক করার কাজ শুরু হয়। সে সময় দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা। পরে মেট্রো রেলের তরফে জানানো হয়, 07.17 নাগাদ ব্লু লাইনের বিঘ্ন পরিষেবা ফের স্বাভাবিক হয়ে যায় ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউনে চলাচল শুরু হয় মেট্রের। তবে প্রায় দেড়ঘণ্টা দমদম-দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা ব্যাহত থাকার জেরে যাত্রীদের চাপে প্রতিটি মেট্রোতেই ছিল ব্যাপক ভিড় । পুজোর মুখে এধরনের সমস্য়ায় ক্ষুব্ধ যাত্রীরা। এর পাশাপাশি একইসঙ্গে মেট্রোয় আত্মহত্যার ঘটনার জেরেও পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনাও বহুবার ঘটেছে ৷ পাশাপাশি রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে।
এর আগে অগস্ট মাসের মাঝামাঝি সময়ে সপ্তাহান্তের দুপুরবেলায় নাজেহাল হতে হয়েছিল কলকাতা ও শহরতলির মেট্রোর যাত্রীদের ৷ সেদিন দুপুর 1টা থেকে প্রায় এক ঘণ্টা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকে কলকাতা মেট্রোর পরিষেবা ৷ দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে পয়েন্টের সমস্যার কারণে, সিগন্যালিং ব্যবস্থা ভেঙে পড়ে ৷ যার ফলে প্রায় এক ঘণ্টা মেট্রো পরিষেবা এই দুই স্টেশনের মধ্য বন্ধ ছিল ৷ বেলা 2টো নাগাদ ফের এই দুই স্টেশনের মধ্যে রেক চলাচল শুরু হয় ৷