শিলিগুড়ি, 14 অগস্ট: ভাড়াটে সৈন্য হিসেবে রাশিয়ায় আটকে পড়া কালিম্পংয়ের উর্গেন তামাংকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল বিদেশমন্ত্রক । শুধু উর্গেন তামাংই নন, একইভাবে সেখানে আটকে থাকা আরও 16 জন ভারতীয়কে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিদেশমন্ত্রক ও রাশিয়ার ভারতীয় দূতাবাস । উর্গেনের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবারই উর্গেন তামাংকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে 30 কিলোমিটার দূরে রাশিয়ার এক ছোট্ট শহরে স্থানান্তরিত করা হয়েছে ।
উর্গেন তামাংয়ের পরিচয়পত্র, ভারতের কোথায় তাঁর বাস, এজেন্টের সঙ্গে চুক্তিপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে বলা হয়েছে । সব ঠিক থাকলে স্বাধীনতা দিবসের পরই দেশে ফিরতে পারেন উর্গেন তামাং ৷ এমনই আশার কথা শুনিয়েছেন কালিম্পং পুরসভার প্রশাসক রবি প্রধান । তাঁকে যে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তা ভিডিয়ো কলে রবিবার রবি প্রধানকে জানিয়েছেন স্বয়ং উর্গেন তামাং ।
তাঁকে দেশে ফেরাতে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আজ ইমেলে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে জানিয়েছেন রাশিয়ার ভারতীয় দূতাবাস ৷ রাজু বিস্তা জানিয়েছেন, "মস্কো থেকে ভারতের দূতাবাসের কনস্যুলার রামকুমার থাঙ্গারাজের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছি ৷ তিনি লিখেছেন, উর্গেন তামাংয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন এবং ভারতে তাঁর প্রত্যাবর্তনের জন্য সম্ভাব্য সব বিকল্প অনুসন্ধান করা হচ্ছে ৷ উর্গেনের পরিবারের যন্ত্রণার সঙ্গে তাঁরা সমব্যাথী ৷"
ভারতীয় কনস্যুলার ইমেলে রাজু বিস্তাকে লিখেছেন, "আমরা আপনাকে আশ্বাস দিচ্ছি যে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে তাঁর প্রিয়জনদের সঙ্গে পুনরায় মিলিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি । দূতাবাস তামাংকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ক্ষেত্রে যে কোনও উন্নয়ন সম্পর্কে আপনাকে আপডেট করব ।" এই চিঠি পাওয়ার পরই উর্গেন তামাংয়ের দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী দার্জিলিংয়ের সাংসদ ৷