পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যভবনের ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে কাজে যোগ, গ্রেফতার 2 - North Bengal Medical College

North Bengal Medical College: আরজি কর-কাণ্ডের মাঝেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যভবনের ভুয়া নিয়োগ পত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়ে গ্রেফতার হলেন 2 জন ৷ তাঁদের দাবি, টাকার বিনিময়ে তাঁরা সেই নিয়োগ পত্র পেয়েছেন ৷

ETV BHARAT
উত্তরবঙ্গ মেডিক্যালে গ্রেফতার 2 (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 5:23 PM IST

দার্জিলিং, 19 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডের পর স্বাস্থ্যক্ষেত্রে উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে ৷ আর এরই মাঝে ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে কাজে যোগ দেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ স্বাস্থ্যভবনের ভুয়ো নিয়োগ পত্র নিয়ে কাজে যোগ দিতে এসে বৃহস্পতিবার গ্রেফতার হলেন দু'জন ।

আরজি কর-কাণ্ডের পর উত্তরবঙ্গ লবির বাড়-বাড়ন্ত ও থ্রেট কালচারের প্রতিবাদে যখন তোলপাড় চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, ঠিক তখনই সামনে এল গুরুতর অভিযোগ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মুস্তাক আলি ও ইমরান আলি । দু'জনেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা । দু'জনে হাসপাতালের ওয়ার্ড বয়ের নিয়োগ পত্র নিয়ে বৃহস্পতিবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাজির হন ।

হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন সকালে স্বাস্থ্য দফতরের তরফে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের নিয়োগপত্র নিয়ে হাজির হন ওই দুই যুবক । তাঁরা দু'জনে সোজা চলে যান মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে । নিয়োগ পত্র দেখানো মাত্র সন্দেহ হয় অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার ৷ তিনি দু'জনকে অপেক্ষা করতে বলে ওই নিয়োগ পত্র নিয়ে স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করেন ৷ তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে, আসলে এমন কোনও নিয়োগই করেনি স্বাস্থ্যভবন । এরপরই তিনি পুলিশে খবর দেন । খবর পেয়ে মেডিক্যাল কলেজের ফাঁড়ির পুলিশ দু'জনকে গ্রেফতার করে নিয়ে যায় ।

স্বাস্থ্যভবনের ভুয়ো নিয়োগপত্র (নিজস্ব চিত্র)

দু'জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মুস্তাক আলি 1 লক্ষ 10 হাজার টাকার বিনিময়ে ওই চাকরির নিয়োগপত্র পেয়েছেন । তিনি কার থেকে ওই চাকরির নিয়োগ পত্র পেয়েছেন তার তদন্ত শুরু করেছে পুলিশ । এ বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "দু'জনকে গ্রেফতার করা হয়েছে । তাঁরা কোথা থেকে ওই ভুয়া নিয়োগ পত্র পেল, আর কার থেকে পেল তা তদন্ত করে দেখা হচ্ছে ।"

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের পর হাসপাতালে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ টাকার বিনিময়ে পাশ করানোর অভিযোগও উঠেছে ৷ আর এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগ পত্র নিয়ে কাজে যোগ দেওয়ার ঘটনা সামনে এল ৷

ABOUT THE AUTHOR

...view details