কোচবিহার, 30 জুন: মাথাভাঙায় নির্যাতিতার পরিবারের সদস্যদের পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবি জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেনিলা কংবুপ। রবিবার সকালে তিনি মাথাভাঙার রুইডাঙা গ্রামে নির্যাতিতার বাড়িতে গিয়ে কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে । শনিবার রাতে কোচবিহারে আসেন জাতীয় মহিলা কমিশনের এই সদস্য। এদিন তিনি মাথাভাঙায় নির্যাতিতার বাড়িতে য৷ন ৷ তিনি নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেন । পরে সার্কিট হাউসে নির্যাতিতার সঙ্গেও তাঁর কথা হয় ৷ তাঁকে এবং তাঁর পরিবারকে কী ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে, তা জানতে চান ৷ এরপর ঘটনাস্থলে উপস্থিত ঘোকসাডাঙা থানার পুলিশ আধিকারিকদের ওই পরিবারকে নিরাপত্তা দিতে বলেন ডেলিনা। পশাপাশি তাঁর দাবি নির্যাতনের ঘটনায় পুলিশি তদন্ত ঠিকঠাকমতো হচ্ছে না।
জাতীয় মহিলা কমিশনের সদস্য বলেন, "এক মহিলার উপর অত্যাচার হয়েছে । এটা হওয়া উচিত না । কোনও রাজনৈতিক দলের সঙ্গেই এই ঘটনা ঘটুক এটা কাম্য নয় । গোটা বিষয়টি নিয়ে আমি পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চেয়েছি । কিন্তু তিনি দেখা করতে চাননি । এটা দুর্ভাগ্যজনক ।"