পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় নির্যাতিতার পরিবারকে পুলিশি নিরাপত্তা দিতে বলল জাতীয় মহিলা কমিশন - BJP Worker Molested - BJP WORKER MOLESTED

NCW at Mathabhanga: মাথাভাঙায় নির্যাতিতার বাড়িতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেনিলা কংবুপ । ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি ৷ নির্যাতিতার পরিবারকে পুলিশি নিরাপত্তা দিতে বলেন তিনি ৷

ETV BHARAT
মাথাভাঙায় জাতীয় মহিলা কমিশন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 4:44 PM IST

Updated : Jun 30, 2024, 7:50 PM IST

কোচবিহার, 30 জুন: মাথাভাঙায় নির্যাতিতার পরিবারের সদস্যদের পুলিশি নিরাপত্তা দেওয়ার দাবি জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেনিলা কংবুপ। রবিবার সকালে তিনি মাথাভাঙার রুইডাঙা গ্রামে নির্যাতিতার বাড়িতে গিয়ে কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে । শনিবার রাতে কোচবিহারে আসেন জাতীয় মহিলা কমিশনের এই সদস্য। এদিন তিনি মাথাভাঙায় নির্যাতিতার বাড়িতে য৷ন ৷ তিনি নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেন । পরে সার্কিট হাউসে নির্যাতিতার সঙ্গেও তাঁর কথা হয় ৷ তাঁকে এবং তাঁর পরিবারকে কী ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে, তা জানতে চান ৷ এরপর ঘটনাস্থলে উপস্থিত ঘোকসাডাঙা থানার পুলিশ আধিকারিকদের ওই পরিবারকে নিরাপত্তা দিতে বলেন ডেলিনা। পশাপাশি তাঁর দাবি নির্যাতনের ঘটনায় পুলিশি তদন্ত ঠিকঠাকমতো হচ্ছে না।

মাথাভাঙায় জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেনিলা কংবুপ (নিজস্ব ভিডিয়ো)

জাতীয় মহিলা কমিশনের সদস্য বলেন, "এক মহিলার উপর অত্যাচার হয়েছে । এটা হওয়া উচিত না । কোনও রাজনৈতিক দলের সঙ্গেই এই ঘটনা ঘটুক এটা কাম্য নয় । গোটা বিষয়টি নিয়ে আমি পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে চেয়েছি । কিন্তু তিনি দেখা করতে চাননি । এটা দুর্ভাগ্যজনক ।"

গত 25মে মাথাভাঙার রুইডাঙায় বিজেপির এক মহিলা কর্মীর উপর নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় । বিজেপি করার 'অপরাধে' ওই মহিলার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে । তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলেও অভিযোগ ৷ এই ঘটনায় অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ অভিযোগ দায়ের হতেই এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করে পুলিশ । ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি । রবিবার এই ঘটনায় নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ ৷

এসবের মধ্যেই কোচবিহারের মাথাভাঙায় এসে নির্যাতিতার বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা কংবুপ । ঘটনার তদন্ত কতদূর এগোল তা খতিয়ে দেখেন তিনি । রুইডাঙা গ্রামে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি পুলিশকে ওই পরিবারকে নিরাপত্তা দিতে বলেন ৷

Last Updated : Jun 30, 2024, 7:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details