কলকাতা, 23 মে: 2010 সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিলের হাইকোর্টের নির্দেশে রাজ্যের তৃণমূল সরকারকে তুলধোনা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপশি তিনি জানান, পিছিয়ে পড়া মানুষের স্বার্থহানি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, সরকার তাদের স্বার্থ রক্ষা না-করলে এই পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়েই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে সিপিএম। বিবৃতি দিয়ে এই কথা জানান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আরএসএস করা মামলার ভিত্তিতে বুধবার কলকাতা হাইকোর্ট রায় দেয়, 2010 সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট নিয়ম মাফিক না দেওয়ায় গোটাটাই বাতিল করা হয়েছে। তবে সেক্ষেত্রে চাকরি বা পড়াশুনায় তার কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছে হাইকোর্ট। উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যে 2010 সাল পর্যন্ত ছিল বাম সরকার। 2011 সালে বামেদের সরিয়ে রাজ্যের লালবাড়ির দখল নেয় তৃণমূল কংগ্রেস। আর সেই প্রসঙ্গ টেনেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও আরএসএসকে তীব্র আক্রমণ করল সিপিএম।
সেলিম বিবৃতিতে দাবি, বামফ্রন্ট সরকার এ রাজ্যে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে গোটা দেশে সর্বপ্রথম ওবিসি সংরক্ষণকে 17 শতাংশ করে। সমাজের অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে যাঁরা পিছিয়ে পড়া শ্রেণিদের শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের অধিকার নিশ্চিত করেছিল। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চের রায়ে ওবিসি সংরক্ষণের যে তালিকা করা হয়েছিল বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে । সেলিমের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ওবিসি সংরক্ষণকে তছনছ করে দিয়েছে। প্রতিটি সরকারি নিয়োগে, শিক্ষায়, বিজ্ঞাপন থেকে নিয়োগ কোথাও মমতা সরকার সংরক্ষণের এই আইনকে মানেনি।