পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বাজেটে ঘাটতি থাক,পরিষেবায় নয়', বিরোধীদের জবাব দিলেন ফিরহাদ - কলকাতা পৌরনিগমের ঘাটতি বাজেট

Firhad Hakim on Deficit Budget in KMC: কলকাতা পৌরনিগমের ঘাটতি বাজেট পেশের পরই মেয়র ফিরহাদ হাকিমের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী কাউন্সিলররা ৷ যদিও তাতে বিশেষ পাত্তা দিতে নারাজ খোদ মেয়র ৷

Etv Bharat
ফিরহাদ হাকিম

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 9:14 AM IST

বাজেটে ঘাটতি নিয়ে বিরোধীদের প্রশ্নে ফিরহাদের বক্তব্য

কলকাতা, 18 ফেব্রুয়ারি: কলকাতা পৌরনিগমে 2024-25 অর্থবর্ষের ঘাটতি বাজেট পেশ নিয়ে মেয়রকে কটাক্ষ করলেন বিরোধীরা ৷ যদিও এই ঘাটতি নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামতে নারাজ মেয়র ফিরহাদ হাকিম । তাঁর সাফ কথা,"বাজেটে ঘাটতি থাকে থাক কিন্তু নাগরিক পরিষেবায় যাতে ঘাটতি না হয় এটা দেখা বেশি দরকার ।"

এদিকে ঘাটতি বাজেট নিয়ে শনিবার সমালোচনায় সরব হন বিরোধী কাউন্সিলররা । বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "প্রতি বছর 10-12 কোটি টাকা ঘাটতি কমাচ্ছে আর লাফাচ্ছে । মানুষকে তো দিশা দেখাতে হবে । কোথা থেকে ঘাটতি পূরণ করেছে । মেয়র বলছেন নাগরিক পরিষেবার কোনও অসুবিধা হবে না, উনি কি ট্যাঁকশাল খুলেছেন ? উনি তো টাকা ছাপতে পারবেন না । তাহলে টাকা কোথা থেকে আসবে ? বেআইনি বাড়ি বানাচ্ছে দলের ছেলেরা সিসি নিচ্ছে না । কর আদায় হবে কোথায়, পুলিশি মদতে বেআইনি পার্কিং থেকে টাকা তোলা চলছে তাহলে ৷ তাই কর্পোরেশন পার্কিং খাতে লাভ করতে পারছে না । বড় মল, বাড়ি কত কোটি টাকা কর বাকি প্রকাশ করুক ।"

ঘাটতি বাজেট হলে বছরভর পৌর পরিষেবায় তার নেতিবাচক প্রভাব পড়ে ৷ সেই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাম কাউন্সিলর মধুছন্দা দেব । তাঁর কথায়, "যবে থেকে বাজেটে নিয়মমাফিক বরাদ্দ করতে পারব তখনই আমরা ঘাটতি মেটাতে সক্ষম হব । ঘাটতি বাজেটের প্রভাব আছে । উন্নয়ন বা রক্ষণাবেক্ষণ কাজের ফাইল পড়ে থাকে । জিজ্ঞাসা করলে বলে টাকা নেই । আয় না করলে ব্যয় তো করতে পারবে না । যে খাতে টাকা খরচের দরকার সেই খাতে না করে অন্য জায়গায় করছে ।"

তবে বিরোধীদের ঘাটতি বাজেট মন্তব্যে পাত্তা দিচ্ছেন না কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তবে রাজস্ব আদায় যে অনেকাংশে ব্যর্থ সেটাও তিনি এদিন স্বীকার করেছেন । মেয়রের কথায়, "আমরা বিজ্ঞাপন বিভাগে আয়ের কথা যেভাবে ভেবেছিলাম পারিনি । বিজ্ঞাপন নীতি চূড়ান্ত করছি । আরও কয়েকটি বিভাগে যতটা আয় হবে ভেবেছিলাম হয়নি । কারো ব্যক্তিগত উপকার না দেখে কলকাতার মানুষের স্বার্থে কর্পোরেশন কাজ করে যাবে । ঘাটতি বাজেট আজকের নয় অনেক দিনের । এটা আসতে আসতে কমবে । একেবারে কমানোর ম্যাজিক তো আমার কাছে নেই । ঘাটতির থেকেও বড় কথা পৌর পরিষেবা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ । খাতা কলমে যোগ বিয়োগ, সরকারের তরফে কী পেলাম তার থেকেও বড় বিষয় পরিষেবা দিতে কোথাও যাতে ঘাটতি না থাকে ।"

আরও পড়ুন :

  1. কলকাতা পৌরনিগমে ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম
  2. বাজেট শুরুর আগেই ক্ষোভ কর্মীদের, আর্থিক দাবি না মিটলে কর্পোরেশন অচল করার হুঁশিয়ারি
  3. কোষাগারে টান, কলকাতা পৌরনিগমের বাজেটে কাটছাঁটের আশঙ্কা

ABOUT THE AUTHOR

...view details