মায়াপুর, 11 ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উত্তাল দেশ-সহ বিশ্ব ৷ সরব হয়েছে ইসকনও ৷ এই আবহে গীতা জয়ন্তীতে বিশ্ব শান্তির প্রার্থনা করা হল ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে ৷ পাঁচ হাজার ভক্ত সমন্বয়ে অনুষ্ঠিত হল পাঁচ দিনব্যাপী গীতা জন্মজয়ন্তী উৎসব ৷ বুধবার ছিল তার অন্তিম দিন । এ দিন বিশ্ব শান্তি যজ্ঞ-সহ ইসকনের দেশি বিদেশি ভক্তদের নিয়ে বিভিন্ন ভাষায় গীতা পাঠের আয়োজন করা হয় ।
এবারে 28তম গীতা জন্মজয়ন্তী উৎসব পালিত হয় মায়াপুর ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের উদ্যোগে । এ দিন সকাল থেকেই দেশ ও বিদেশের হাজার হাজার ইসকন ভক্তরা একত্রিত হয়ে এই গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দেন । কথিত আছে, পাঁচ হাজার 157 বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শক্তিশালী অর্জুনকে জ্ঞান দান করেছিলেন ৷ গীতার মাধ্যমে ভক্তদের পাঠ করে সেটাই শোনানো হচ্ছে ।
28তম গীতা জয়ন্তী উৎসব (ইটিভি ভারত) মূলত এই তিথিতেই অনুষ্ঠিত হয়েছিল ঈশ্বর শান্তি এবং মানুষের মানবিক মূল্যবোধ । এই গীতা জন্মজয়ন্তী অনুষ্ঠান শুধুমাত্র এ বছর নয়, প্রতিবার হাজার হাজার ভক্ত সমন্বয়ে মায়াপুর ইসকনে পালিত হয় । পাঁচ দিনব্যাপী চলে বিভিন্ন অনুষ্ঠান ৷ সঙ্গে বিশাল হোম যজ্ঞ করা হয় । মূলত বিশ্ব শান্তির জন্যই এই প্রার্থনা বলে দাবি ইসকনের ।
বুধবার ছিল গীতা জয়ন্তী উৎসবের শেষ দিন (নিজস্ব ছবি) এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "এ বছর 28তম বছরে পদার্পণ করল গীতা জন্মজয়ন্তী উৎসব । শুধুমাত্র ভারত নয়, দেশের বাইরের ভক্তরা উপস্থিত থাকে এই অনুষ্ঠান উপলক্ষে ।"
পাঁচ দিনব্যাপী গীতা জয়ন্তী উৎসব (নিজস্ব ছবি) পাশাপাশি তিনি বলেন, "মানব জীবনের মূল উদ্দেশ্য গীতার মধ্যে উল্লেখ করা হয়েছে । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকাল পাত্রের ঊর্ধ্বে উঠে এই গীতা সমগ্র বিশ্বে সমাদৃত এবং শতাধিক ভাষায় গীতা অনুবাদিত হয়েছে । আজকের এই শুভদিনে প্রার্থনা করি গীতার আলোতে উদ্ভাসিত হয়ে সমগ্র বিশ্বে শান্তি আসুক । পাশাপাশি গীতার আলো ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী ।"