গঙ্গাসাগর, 25 অক্টোবর: ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল ওড়িশায় হলেও, তার প্রভাবে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় চাষবাসে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ গঙ্গাসাগর এলাকায় প্রায় অধিকাংশ ধানের ক্ষেত ও শীতকালীন সবজি চাষের জমিতে জল জমেছে ৷ সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে নুয়ে পড়েছে ধানগাছের মাথা ৷ অন্যদিকে, মন্দিরবাজার বিধানসভায় টানা বৃষ্টিতে শুক্রবার দুপুরের দিকে একাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে ৷ ঘটনায় আহত হয়েছেন একজন ৷ আশ্রয়হীন বহু পরিবার ৷
দানার প্রভাব পড়ল দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর এবং তার সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ৷ গতকাল রাত থেকে চলা অবিরাম বৃষ্টিতে চাষের বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ বিশেষত, ধানের চাষে ৷ আর কিছুদিন পরেই পাকা ধান গোলায় তোলার কথা ছিল ৷ কিন্তু, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার রাতে এবং আজ দিনভর বৃষ্টি হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায় ৷ তার ফলেই চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে ৷
দানার প্রভাবে গঙ্গাসাগরে শীতকালীন চাষে ক্ষতির আশঙ্কা ৷ (ইটিভি ভারত) কৃষকরা জানাচ্ছেন, রাত থেকে ঝোড়ো হাওয়া যেমন চলছে, তেমনই লাগাতার বৃষ্টি জারি রয়েছে ৷ দুইয়ের জেরে ধানগাছের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের ৷ হাওয়ায় ধানগাছের মাথা নুয়ে পড়েছে ৷ আর ধানগাছের গোড়ায় জল জমায় ফসলও ডুবে গিয়েছে ৷ ফলে মাঠেই ধানগাছ পচে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা ৷ অন্যদিকে, শীতকালীন সবজির চাষও শুরু করেছিলেন চাষিরা ৷ সেই সব সবজির চারাগাছের গোড়াতেও জল দাঁড়িয়ে গিয়েছে ৷ ফলে সেই গাছগুলিকে বাঁচানো প্রায় অসম্ভব বলেই দাবি করছেন চাষিরা ৷ এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷
মন্দিরবাজার এলাকায় ঘূর্ণিঝড় দানার দাপটে ভাঙল কাঁচাবাড়ি, ক্ষতি আসবাবপত্রের ৷ (নিজস্ব চিত্র) অন্যদিকে, দু’দিন ধরে লাগাতার বৃষ্টিতে মন্দিরবাজার বিধানসভার গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় প্রায় 25টি মাটির বাড়ি ভেঙে পড়েছে বলে খবর ৷ শুক্রবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন বলেও খবর ৷ তিনি আপাতত সুস্থ রয়েছেন ৷ খবর পেয়ে স্থানীয় ব্লক প্রশাসন ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে গিয়েছে ৷ পাশাপাশি, আরও যেসব কাঁচা বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেখানকার বাসিন্দাদেরও নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
দানার প্রভাবে অনবরত বৃষ্টিতে জল জমেছে ধানক্ষেতে ৷ (নিজস্ব চিত্র) স্থানীয় ব্লক প্রশাসন জানিয়েছে, ত্রাণ শিবিরগুলিতে যথাযথ খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে ৷ সঙ্গে মেডিক্যাল পরিষেবাও দেওয়া হচ্ছে ৷ গৃহহীনদের সরকারের তরফে সাহায্যের আশ্বাস দিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক ৷
শীতকালীন সবজি চাষের জমিতে বৃষ্টির জল জমায় ক্ষতির আশঙ্কা ৷ (নিজস্ব চিত্র)