পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিকিমে ফের ভয়াবহ ধস, আতঙ্কে পর্যটকরা; দেখুন ভিডিয়ো - LANDSLIDE IN SIKKIM

ধসের কারণে লাচেন ও লাচুং যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রেখেছে সিকিম প্রশাসন ৷ আরও বেশকিছু এলাকায় ধস নামার ঘটনা ঘটেছে ৷

LANDSLIDE IN SIKKIM
সিকিমে চুংথাং-লাচেনের মূল সড়কে ভয়াবহ ধস ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 8:03 PM IST

গ্যাংটক, 22 অক্টোবর: ফের সিকিমে ভয়াবহ ধস ৷ মঙ্গলবার সকালে সিকিমের মুনসেথাংয়ে চুংথাং থেকে লাচেন যাওয়ার প্রধান রাস্তায় এই ধস নামে ৷ পাহাড় থেকে নেমে আসা বোল্ডারের আঘাতে রাস্তার একটি অংশ পুরোপুরি ধুলিসাৎ হয়ে যায় ৷ এই মুহূর্তে মুনসেথাংয়ের ওই রাস্তা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, ওই রাস্তায় আরও কয়েকটি জায়গায় ধস নামার ঘটনা ঘটেছে ৷ ফলে কোনও রকম ঝুঁকি না-নিয়ে, সিকিম প্রশাসন যান চলাচল বন্ধ করে দিয়েছে ৷ সম্প্রতি সিকিমে টানা বৃষ্টি হয়েছে ৷ সেই কারণেই এই ধস নেমেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ৷ উল্লেখ্য, লাচেন ও ছাঙ্গুতে তুষারপাতও শুরু হয়েছে ৷ আজকের ধসের কারণ, চুংথাং থেকে লাচেন ও লাচুংয়ের যোগাযোগ ব্য়বস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ এই মুহূর্তে সিকিমে অনেক পর্যটক রয়েছেন ৷ এই ধসের কারণে, পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে ৷

সিকিমে চুংথাং-লাচেনের মূল সড়কে ভয়াবহ ধস (নিজস্ব ভিডিয়ো)

বর্ডার রোড অর্গানাইজেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ধস সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ৷ তবে, মুনসেথাংয়ে সবচেয়ে বড় যে ধসটি নেমেছে, সেখানে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে ৷ ফলে ধস সরালেই যে যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে, তা একেবারেই নয় ৷ সেক্ষেত্রে পুনরায় পাহাড় কেটে রাস্তা চওড়া করতে হতে পারে ৷ তবে, পুরো বিষয়টি নির্ভর করছে, রাস্তা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার উপর ৷

ধস নামার পর পাহাড়ের ঝুঁকিপ্রবণ এলাকাগুলি থেকে বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ৷ ওই এলাকায় আরও বেশকিছু ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা ৷ উল্লেখ্য, এ-বছরের শুরুতে হড়পা বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সিকিমে ৷ একের পর এক ধস নামায় দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বাংলা ও সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ তবে, মেরামতির পর সম্প্রতি জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details