পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্মীকান্তপুর বাজারে বিধ্বংসী আগুন ! পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান

লক্ষ্মীকান্তপুর বাজারের বেশ কয়েকটি দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড ৷ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কায় মাথায় হাত ব্যবসায়ীদের ৷

FIRE AT LAKSHMIKANTAPUR
লক্ষ্মীকান্তপুর বাজারে আগুন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

লক্ষীকান্তপুর, 29 নভেম্বর: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বাজারের বেশ কয়েকটি দোকান । লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কায় মাথায় হাত ব্যবসায়ীদের । শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরে ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে মন্দির বাজার থানার অন্তর্গত লক্ষ্মীকান্তপুর বাজার সংলগ্ন এলাকায় একটি দোকানে আগুন লেগে যায় । এরপর সেখান থেকে আশেপাশের দোকানে ক্রমশ ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷ স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন স্থানীয়রা ৷

এরপর মন্দির বাজার থানা ও দমকলে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ৷ সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দেন দমকলকর্মীরা ৷ অবশেষে ঘণ্টা খানেকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কী কারণে এই আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফেও ৷

স্থানীয় বাসিন্দা সুস্মিতা হালদার বলেন, "শুক্রবার ভোররাতে হঠাৎই একটা দোকান থেকে আগুন দেখতে পাওয়া যায় । মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি দোকানে । এলাকাবাসীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছয় এবং খবর দেওয়া হয় মন্দির বাজার থানাতে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দির বাজার থানার পুলিশ ৷ তাদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিনও । অবশেষে তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের জেরে ব্যবসায়ীদের বেশ ক্ষতি হয়েছে ৷"

পড়ুন:চারমাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল ! কোন বিকল্প পথে যাতায়াত ?

ABOUT THE AUTHOR

...view details