বাঁকড়া, 7 ফেব্রুয়ারি: হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া এলাকায় চট তৈরির কারখানায় ভয়াবহ আগুন ৷ শুক্রবার সকাল 8.15 মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তড়িঘিড়ি তাঁরা খবর দেন দমকল বিভাগে ৷ পুলিশেও খবর দেওয়া হয় ৷ কারখানাটিতে চটের বস্তা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এত বড় কারখানায় আগুন লাগায় এলাকাতেও আতঙ্ক ছড়ায়।
হাওড়ায় দাউদাউ করে জ্বলছে চটকল ! ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন - HOWRAH FIRE INCIDENT
কারখানাতে চটের বস্তা মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুন নেভাতে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷
![হাওড়ায় দাউদাউ করে জ্বলছে চটকল ! ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন HOWRAH FIRE INCIDENT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-02-2025/1200-675-23492044-thumbnail-16x9-cgnb.jpg)
Published : Feb 7, 2025, 11:34 AM IST
দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন। চট মজুত থাকার কারণে আগুন ছড়িয়ে পড়ছে নিমেষের মধ্যে ৷ পুড়তে থাকে একের পর এক বস্তার স্তূপ। শ্রমিকরা আগুন দেখে ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। ফলে কোনও হতাহতের খবর নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের ৷ প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলেই অনুমান দমকলের ৷ প্রায় দু'ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। এখন 'কুলিং প্রসেস' চলছে।
স্থানীয়রা জানাচ্ছেন, এদিন কারখানার শ্রমিকরা এসে গিয়েছিলেন। এলাকাবাসীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। বাঁকড়ার ওই এলাকা ঘনবসতিপূর্ণ। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা না-গেলে তা এলাকাতেও ছড়িয়ে পড়তে পারত। আর শ্রমিকরাও নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন ৷ আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও স্পষ্ট হয়নি। তবে এই অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, আগুন নিভে গেলেও এখনও ধোঁয়া রয়েছে এলাকায়।