বর্ধমান, 15 অক্টোবর: লক্ষ্মী পুজোর আগে আগুন ফল থেকে শুরু করে সবজির বাজার ! আপেল থেকে ন্যাশপাতি, বেদানা থেকে পটল, ফুলকপি এবং টমেটো- দামে কেউ কম যাচ্ছে না ৷ স্বাভাবিকভাবেই মাথায় হাত বাঙালির ৷ এদিকে বেলা গড়াতেই বৃষ্টি শুরু হয়েছে বর্ধমান-সহ রাজ্যের কয়েকটি জায়গায় ৷ ফলে প্রতিমা ব্যবসায়ীদেরও মাথায় হাত ৷
বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট ৷ প্রতিমা থেকে ফুল, ফল, সবজি, দশকর্মা-সহ অন্যান্য সমস্ত কিছুর জন্যই সাধারণ মানুষ ছোটে কার্জনগেট চত্বরে ৷ বিক্রি হয় লক্ষ্মী প্রতিমাও ৷ কৃষ্ণনগর, নদিয়া, বর্ধমান, হুগলি এমনকী সল্টলেক থেকেও প্রতিমা শিল্পীরা হাজির হন এই এলাকায় ৷ জিটি রোডের ধারে ফুল ফল, ধানের শিস, বেল আমশখা-সহ অন্য পুজোর উপাচার নিয়ে এসেছেন দোকানিরা ৷ তবে দফায় দফায় বৃষ্টির জেরে বাজার মন্দা ৷
এমনিতেই গত দু-একদিন ধরে সবজির বাজারে দাম চড়া ৷ লক্ষ্মী পুজোর কারণে সেই সব সবজির দাম একলাফে অনেকটাই উপরে উঠে গিয়েছে ৷ ফুলকপি ও বাঁধাকপির দাম প্রতি পিস 50-60 টাকা, বেগুন কেজি প্রতি 80-100 টাকা, লঙ্কা 200-250 টাকা প্রতি কেজি, গাজর 80-100 টাকা কেজি, কুমড়ো প্রতি কেজি 30-40 টাকা, বরবটি 100 টাকা, ঝিঙে 40-60 টাকা, শশা 100 টাকা কেজি ৷