কলকাতা, 24 অগস্ট: আবারও শিয়ালদা শাখায় বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন। রেল সূত্রে খবর, পশ্চিম-মধ্য রেলওয়ের জবলপুর ডিভিশনে বিনা জংশন সেকশনের দামহ স্টেশনের থার্ড লাইনের কাজের প্রভাব পড়েছে পূর্ব রেলের শিয়ালদা শাখার ট্রেন চলাচলে। প্রভাবিত হয়েছে একাধিক ট্রেনের চলাচলে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 26 অগস্ট থেকে শুরু করে 9 সেপ্টেম্বর পর্যন্ত এই শাখায় ট্রেনের চলাচল ব্যবত হবে বলেই জানানো হয়েছে।
আগামী 26 অগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলির তালিকা এক নজরে:
যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে,
19608 আজমেঢ় কলকাতা উইকলি এক্সপ্রেস ট্রেনটি 26.08.2024, 02.09.2024, ও 09.09.2024 এই দিনগুলিতে বাতিল করা হয়েছে।
19607 কলকাতা আজমেঢ় এক্সপ্রেস উইকলি 29.08.2024, 05.09.2024 ও 12.09.2024 এই দিনগুলিতে বাতিল করা হয়েছে।
22911 ইনদোর হাওড়া শিপ্রা এক্সপ্রেস 03.09.2024 ও 05.09.2024 তারিখে বাতিল করা হয়েছে।
22912 হাওড়া ইনদোর শিপ্রা এক্সপ্রেস 05.09.2024 ও 07.09.2024 বাতিল করা হয়েছে।
19413 আমেদাবাদ কলকাতা উইকলি এক্সপ্রেস 04.09.2024 ও 11.09.2024 বাতিল করা হয়েছে।
19414 কলকাতা আমেদাবাদ উইকলি এক্সপ্রেস 07.09.2024 ও 14.09.2024 বাতিল করা হয়েছে।
13423 ভাগলপুর আজমের উইকলি এক্সপ্রেস 5.09.2024 ও 12.09.2024 বাতিল করা হয়েছে।
13424 আজমেঢ় ভাগলপুর উইকলি এক্সপ্রেস 7.09.2024 ও 14.09.2024 বাতিল করা হয়েছে।
13025 হাওড়া ভাগলপুর উইকলি এক্সপ্রেস 09.09.2024 বাতিল করা হয়েছে।
13026 ভোপাল হাওড়া উইকলি এক্সপ্রেস 11.09.2024 বাতিল করা হয়েছে।
যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে: