গঙ্গাসাগর, 21 ফেব্রুয়ারি: কথায় আছে 'সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার' ৷ সেই গঙ্গাসাগরে তীর্থ করতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা ৷ শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে গিয়ে পড়ল বাস ৷ দুর্ঘটনা আহত হয়েছেন বেশ কয়েকজন পূণ্যার্থী ৷ জানা গিয়েছে, তাঁরা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা ৷
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় 36 জন পুণ্যার্থীদের নিয়ে একটি বাস গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় ৷ সেই সময় হঠাৎ করে চৌরঙ্গী এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায় বাসটি । ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা ।
গঙ্গাসাগর যাওয়ার পথে দুর্ঘটনা (ইটিভি ভারত)
এরপর বাসের ভাঙা জানলা থেকে তড়িঘড়ি আহত পুন্যার্থীদের উদ্ধারের কাজ শুরু করেন স্থানীয়রা । আহতদের মধ্যে 8-10 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা । আহত পুণ্যার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷ ঘটনাস্থলে পৌঁছন সাগরের ভিডিও কানাইয়া কুমার রাও ।
মহারাষ্ট্র থেকে আগত পুণ্যার্থীরা (নিজস্ব চিত্র)
ঘটনা প্রসঙ্গে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র বলেন, "বাসে মোট 36 জন যাত্রী ছিলেন ৷ তাঁদের মধ্যে 33 জন মহারাষ্ট্রের বাসিন্দা ৷ গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায় ।" নিরাপদে সাগর দর্শন করে বাড়ি ফেরার জন্য পুণ্যার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসনের তরফে ৷
এই বিষয়ে মহারাষ্ট্রের এক পুণ্যার্থী লক্ষ্মণ যাদব বলেন, "গঙ্গাসাগরে আমরা পুণ্য স্নান করার জন্য যাচ্ছিলাম ৷ হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় । এর ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ স্থানীয়রা তড়িঘড়ি আমাদেরকে উদ্ধার করেন ।" শেখ জয়নাল আবুদিন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "আজ সকালে দেখি একটি বাস খালের উপর পড়ে রয়েছে । আমরা ঘটনাস্থলে পৌঁছিয়ে বাস থেকে যাত্রীদের উদ্ধার করি । এরপর স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয় । আহতদের সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।"