পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুজোর ঢাকে কাঠি, হাজরা পার্ক থেকে বড়িশার খুঁটি পুজোয় তারকার ঢল - Khuti Puja 2024

Durga Puja 2024: উত্তর থেকে দক্ষিণ শহরের দিকে দিকে খুঁটি পুজোর জোয়ার ৷ হাজরা পার্ক থেকে বড়িশা প্লেয়ার্স কর্ণার ব্যস্ততায় মত্ত উদ্যোক্তারা ৷ খুঁটি পুজোয় দেখা মিলেছে বিধায়ক, সাংসদ থেকে নামী অভিনেতাদের ৷

Khuti Puja 2024
খুঁটি পুজোয় হাজির তারকারা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 3:32 PM IST

কলকাতা, 15 জুলাই: রথযাত্রা মানেই দুর্গাপুজোর বাদ্যি বেজে যাওয়া। আর কয়েকটা দিনের অপেক্ষা ৷ এরপরেই উমা ফিরবে বাপের বাড়ি ৷ তার আগে শহরের দিকে দিকে শুরু হয়ে গিয়েছে খুঁটিপুজো। কোনও কোনও বারোয়ারি পুজো রথের দিনে সেরে ফেলেছেন খুঁটি পুজো ৷

হাজরা পার্ক থেকে বড়িশার খুঁটি পুজোয় তারকার ঢল (ইটিভি ভারত)

আবার কলকাতার বেশ কয়েকটি নামী পুজো প্যান্ডেল উলটো রথের দিনকে বেছে নিল খুঁটি পুজোর জন্য। হাজরা পার্ক, 75 পল্লী, বড়িশা প্লেয়ার্স কর্ণার থেকে ত্রিধারা সম্মিলনীর খুঁটি পুজোয় নেমেছে তারকাদের ঢল । সোমবার উলটো রথের পুণ্যলগ্নে খুঁটি পুজো সেরে নিল 'ত্রিধারা সম্মিলনী' । এই অনুষ্ঠানে হাজির ছিলেন পুজোর মূল উদ্যোক্তা দেবাশিস কুমার ৷ উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার-সহ আরও অনেকে ।

ত্রিধারার খুঁটি পুজো (নিজস্ব ছবি)

ভবানীপুর 75 পল্লীর পুজো এবার 60তম বর্ষে পদার্পণ করতে চলেছে । বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সম্পন্ন হল তাদের এবারের খুঁটি পুজো । হাজির ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার, বিধায়ক অসীম বসু, কাউন্সিলর চান্দ্রেয়ী মিত্র, কলকাতার রোটারি ক্লাবের সভাপতি আভ্যান্না, শিল্পী সনাতন দিন্দা, শিল্পী শ্রী শিবশঙ্কর দাস ।

হাজরা পার্কের খুঁটি পুজোর দেখা মিলল টলি অভিনেত্রীদের (নিজস্ব ছবি)

এ ছাড়াও 75 পল্লীর খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন জৈন ধর্মের শ্রী কৈলাশ জৈন, শিখ ধর্মের শ্রী তারসীম সিং, পার্সী ধর্মের শ্রী জিমি ট্যাংরি, হিন্দু ধর্মের শ্রী দেবকর চৈতন্য, রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ, চীনা বৌদ্ধ ধর্মের মিসেস লুসি, খ্রিস্টান ধর্মের ফাদার মার্টিন, বাহাই-এর শ্রী পল্লব গুহ, সিন্ধির শ্রী মুরালি পাঞ্জাবি, ইসলাম ধর্মের জনাব ইমরান জাকি এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা ।

ভবানীপুর 75 পল্লীর খুঁটি পুজো (নিজস্ব ছবি)

ভবানীপুর 75 পল্লী ক্লাবের সম্পাদক সুবীর দাস বলেন, "আমাদের পুজোর 60তম বছরে আন্তঃধর্মীয় খুঁটি পুজোর প্রবর্তন করতে পেরে রোমাঞ্চিত, যা সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য গড়ে তোলার প্রতি আমাদের উৎসর্গের উদাহরণ দেয় ৷ এই অনুষ্ঠানটি কেবল আমাদের ঐতিহ্যকে উদযাপনই নয়, বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করে ।"

হাজরা পার্কেও হয়ে গেল খুঁটি পুজো । বৈচিত্র‍্যময় থিমের জন্য এই পুজো কয়েকবছর ধরে সুনাম অর্জন করেছে, তা বলাই বাহুল্য । খুঁটি পুজোর দিন হাজির ছিলেন পুজোর অন্যতম উদ্যোক্তা তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, অভিনেত্রী তৃণা সাহা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

উলটো রথের প্রাক্কালে ঢাক বাজিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে দুর্গাপুজোর সূচনা করা হয় রবিবার । এবার 82তম বর্ষে পদার্পণ করবে এই পুজো । হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির তরফে সায়নদেব চট্টোপাধ্যায় বলেন, "তিন চাকার গল্পের থিম নিয়ে 81তম বর্ষে আমরা সফল হয়েছি । পুরস্কারও পেয়েছি । আমাদের বিশ্বাস এই বছরও আমরা এমন কিছু করব যা সকলকে আনন্দ দেবে ।"

বড়িশা প্লেয়ার্স কর্নারের খুঁটি পুজোও সম্পন্ন হয়েছে । 'রঙ তুলি আলোর খেলা ফিরিয়ে দেবে ছেলেবেলা'-এই ট্যাগ লাইনেই এবারের পুজো মহারাজের পাড়ায় । ট্যাগলাইন দেখেই বোঝা যাচ্ছে যে শিল্পকীর্তি উঠে আসবে এবারের থিমে । যেখানে থাকবে ছেলেবেলার নস্টালজিয়া। ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীনের 54 বছরের পুজোর শিল্পী পূর্ণেন্দু দে। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায় এবং অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ।

ABOUT THE AUTHOR

...view details