কলকাতা, 12 সেপ্টেম্বর: জামিন পেলন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতি মানিক ভট্টাচার্য ৷ বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ৷ 2022 সালে 11 অক্টোবরে গ্রেফতার করা হয় তৎকালীন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতিকে ৷ নিয়োগ দুর্নীতি-কাণ্ডে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে ইডি ৷ প্রায় দু'বছর অর্থাৎ 23 মাস পর জামিন পেলেন তিনি ৷
শর্তস্বাপেক্ষে বিচারপতি শুভ্রা ঘোষ আজ তাঁর জামিন মঞ্জুর করেন ৷ জামিনের শর্ত হিসাবে বলা হয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে ৷ তথ্যপ্রমাণ লোপাট করা যাবে না ৷ তদন্তকারী অফিসারকে ফোন নম্বর দিতে হবে ৷ তদন্তে সহযোগিতা করতে হবে ৷ নিম্ন আদালতে হাজিরা দিতে হবে ৷ নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না ৷ সিবিআইয়ের মামলায় আগেই তাঁকে রক্ষাকবচ দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট ৷ ফলে মানিক ভট্টাচার্যের জেল মুক্তি হতে চলেছে বলেই জানাচ্ছেন আইনজীবীরা । উল্লেখ্য, এর আগে মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্য ও স্ত্রী শতরুপা ভট্টাচার্য আগেই জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট থেকে।
2022 সালে পুজার সময় মানিক ভট্টাচার্যকে ওএমআর শিট দূর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করেছিল ইডি ৷ সেই মামলায় নিম্ন আদালতেও জামিনের আবেদন করার পাশাপাশি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ৷ কিন্তু জামিনের আবেদনে ত্রুটি থাকায় শীর্ষ আদালত তা সংশোধন করে হাইকোর্টে আবেদন করার নির্দেশ দেয়। পাশাপাশি, কলকাতার নগর দায়রা আদালতে (বিশেষ সিবিআই আদালতে) একাধিক বার ইডি-র তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মানিক ভট্টাচার্য। কিন্তু আগে তিনি ইডি-র তদন্তের নামে তাঁকে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন ৷ কিন্তু তাঁর বিরুদ্ধে কোন তথ্যপ্রমাণ পাচ্ছে না বলে ক্ষোভপ্রকাশ করেছিলেন। তিনি বলেন, "এ যেন ষষ্ঠ-সপ্তম শ্রেণির অঙ্কের মত প্রতিদিন দু'ফুট করে উঠছি আর এক ফুট করে নামছি।" আসলে তদন্তের নামে কিছুই হচ্ছে না। আর যখন নিম্ন আদালতে চার্জশিট দেওয়ার সময় আসছে, তখন ইডি বারবার করে তদন্তের নামে তাঁকে আটকে রাখছে বলে ক্ষোভে ফেটে পড়েছিলেন।