পশ্চিম মেদিনীপুর, 14 অগস্ট: রাজ্য যখন আরজি কর-কাণ্ড নিয়ে তোলপাড়, তখন ধনধান্য অডিটরিয়ামে রাজ্য সরকারের কন্যাশ্রী দিবস পালন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তার জবাবে কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার অভিযোগ তুলে বিরোধীদের একহাত নিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ৷ তাঁর দাবি, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী শুরু থেকেই ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে পুলিশের সর্বোচ্চ পর্যায়কে কাজে লাগিয়েছেন ৷ সেখানে সরকার বিরোধী কর্মসূচি পালন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷
পাশাপাশি, স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে 'মেয়েদের রাত দখল' কর্মসূচিকে সরকার বিরোধী বলেও নিশানা করেন মানস ৷ এমনকি রাজ্যব্যাপী আজ রাতের এই কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ মানস এদিন বলেন, "মুখ্যমন্ত্রী শুরু থেকে বলে আসছেন, রাজ্য সরকারের সিবিআই তদন্তে আপত্তি নেই ৷ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে বলেছেন, সর্বোচ্চ শাস্তির পক্ষে রয়েছেন ৷ এমনকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তারপরেও কেন এই প্রতিবাদ ও কর্মবিরতি ? এই 'রাত দখল'-এর কী দরকার আছে ?"