পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইপাসে চলন্ত বাসে শ্লীলতাহানি ! পালাতে গেলে অভিযুক্তের কলার ধরে পুলিশে দিলেন যুবতী - Woman Molested in Kolkata - WOMAN MOLESTED IN KOLKATA

Woman Molested in Kolkata: বাইপাসে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ তবে অভিযুক্ত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলেও, ছুটে গিয়ে তাঁকে ধরে ফেলেন যুবতী ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷

ETV BHARAT
বাইপাসে চলন্ত বাসে শ্লীলতাহানি ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 12:58 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: শহরের বুকে দিনের আলোয় অফিস টাইমে চলন্ত বাসে মহিলার শ্রীলতাহানি ! প্রতিবাদ করলে মহিলাকে চলন্ত বাসের মধ্যেই ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে । ওই মহিলা চিৎকার-চেঁচামেচি শুরু করলে বাইপাসের ধারেই বাস থামিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত । তখনই বাস থেকে নেমে এসে কিছুটা দৌড়ে যুবকের কলার চেপে ধরেন মহিলা । অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা বিশ্ব তোলপাড়, তখন ব্যস্ত সময়ে ইএম বাইপাসের উপর মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় ফের শহরে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে । আজ সকাল সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায় অভিষিক্তা মোড়ে ।

অভিযুক্তকে আটক করে থানায় রাখা হয়েছে । পুলিশ জানিয়েছে, আজ সকালে গড়িয়া স্টেশন থেকে উলটোডাঙাগামী একটি বাসে ওঠেন ওই মহিলা । অভিযোগ, বাসটি যখন কালিকাপুর অভিষিক্তা মোড়ের কাছে আসে, ঠিক সেই সময় তাঁর গায়ে আপত্তিকরভাবে হাত দিতে থাকেন এক ব্যক্তি । সঙ্গে সঙ্গে চলন্ত বাসের মধ্যেই গর্জে ওঠেন ওই মহিলা । শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় । বাসটি ততক্ষণে অভিষিক্তা ছাড়িয়ে রুবি হাসপাতালের কাছে চলে এসেছে । ওই মহিলা জোরালো প্রতিবাদ জানালে তাঁকে ওই ব্যক্তি কার্যত হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ । তবে তাতেও ওই মহিলা এতটুকু দমছেন না দেখে রুবি হাসপাতালের কাছে বাস থামিয়ে নেমে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত ।

তবে তাঁর পিছনে ধাওয়া করে বাস থেকে নেমে পড়েন ওই মহিলা ৷ কিছুটা দৌড়ে গিয়ে তিনি ওই ব্যক্তির কলার চেপে ধরেন । ততক্ষণে বাসস্টপে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা এবং ওই বাসের সহযাত্রীরা ঘটনাস্থলে এসে ঘিরে ধরেন অভিযুক্তকে । পরে সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট এসে ওই মহিলা এবং অভিযুক্তকে কসবা থানায় নিয়ে যায় ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "ওই মহিলা লিখিত অভিযোগ করলে আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানের অভিযোগ এনে তাঁকে গ্রেফতার করব । যুবককে থানায় আটক করে রাখা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details