বোলপুর, 23 ডিসেম্বর: শান্তিনিকেতনে রমরমিয়ে চলছে বেআইনি পেট্রল পাম্প । শুধু বেআইনি নয়, বিপজ্জনকভাবে প্লাস্টিকের ট্যাঙ্কে পেট্রল মজুত করে চলছে পাম্প । এর আগেই পশ্চিমবঙ্গ পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন অভিযোগ তুলেছিল যে, বীরভূম জেলাজুড়ে চলছে 40টি বেআইনি পেট্রল পাম্প । এই মর্মে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও করেছিল তারা ৷ তার পরেও দেখা গেল, দিব্যি চলছে বেআইনি পাম্পগুলি ৷ সাংবাদিকরা প্রশ্ন করতেই পাম্প বন্ধ করে পালিয়ে যান কর্মরত ব্যক্তি । খবর পেয়ে পুলিশ একজনকে আটক করে ও বন্ধ করে দেয় পাম্প ।
সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুনকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমরা কিছুই জানতাম না ৷ পঞ্চায়েত থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি ৷ বেআইনি হলে প্রশাসন ব্যবস্থা নেবে ।"
নেই কোনও সরকারি অনুমোদন, নেই কোনও কোম্পানির নাম । অর্থাৎ, কোন সংস্থার পেট্রল কিনছেন, তা জানেনই না মানুষজন ৷ শুধুমাত্র পেট্রল দেওয়ার একটি মেশিন বসিয়ে দেওয়া হয়েছে । সেখান থেকেই পেট্রল বিক্রি করা হচ্ছে । মেশিনের পিছনে প্লাই বোর্ড দিয়ে ঘেরা ৷ তার পিছনে আছে প্লাস্টিকের বড় ট্যাঙ্ক ৷ এই ট্যাঙ্কে বিপজ্জনক ভাবে অতি দাহ্য পদার্থ পেট্রল মজুত করা রয়েছে । এর থেকে যে কোনও সময় ঘটতে পারে ভয়ানক বিপদ ৷ কোনও সুরক্ষার ব্যবস্থা নেই ৷ এভাবেই শান্তিনিকেতন থানার রূপপুর এলাকায় চলছে বেআইনি পেট্রল পাম্প ৷ নজর নেই প্রশাসনের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচমাস ধরে চলছে এই বেআইনি পাম্পটি ।