পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক - ABDUCTION AND SEXUAL ASSAULT

সম্পর্কে চিড়, প্রেমিকাকে আটক রেখে যৌন নির্যাতনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Abduction and sexual assault
প্রতীকী চিত্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 8:25 AM IST

শিলিগুড়ি, 22 জানুয়ারি: 5 মাসের প্রেম ৷ কিন্তু, মনোমালিন্য হওয়ায় সম্পর্কে ফাটল ৷ বদলা নিতে প্রেমিকাকে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আদালতে তোলা হলে অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত প্রেমিকের নাম বিশাল সাহানি ৷ বয়স 23 বছর । মাটিগাড়ার খোলাইভক্তরির বাসিন্দা । মঙ্গলবার তাকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের 5 মাসের সম্পর্ক ৷ তারা মাঝে মধ্যেই দেখা করত । আচমকা সম্পর্কে চিড় ধরে । এতেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় অভিযুক্ত প্রেমিক ।

এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, "অভিযুক্ত ও অভিযোগকারী দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু প্রেমিক বিশাল সাহনি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । সেই অভিযোগ পেয়েই বিশালের খোঁজ শুরু হয় । মঙ্গলবার তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় । তদন্ত করছে পুলিশ ৷ সব খতিয়ে দেখা হচ্ছে ।"

গত 9 জানুয়ারি প্রেমিকাকে ফোন করে প্রলোভন দেখিয়ে শিলিগুড়ি সংলগ্ন শিশুডাঙ্গি এলাকায় ডেকে নিয়ে আসে অভিযুক্ত বিশাল । তারপর শিলিগুড়ি জংশনের কাছে ডিজেল শেডের নির্জন এলাকায় নির্যাতিতাকে নিয়ে যায় সে । সেখানে একটি পরিত্যক্ত ঘরে দুই দিন নির্যাতিতাকে আটকে রাখা হয় বলে অভিযোগ । শুধু তাই নয়, একাধিকবার যৌন নির্যাতনও করা হয় বলে অভিযোগ ৷ অবশেষে 11 জানুয়ারি সেখান থেকে কোনওরকমে পালিয়ে যেতে সক্ষম হন নির্যাতিতা ।

বাড়ি ফিরে পরিবারকে গোটা ঘটনা জানান নির্যাতিতা । তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় দু'দিন চিকিৎসাধীন থাকতে হয় তাঁকে। কিছুটা সুস্থ হওয়ার পর 13 জানুয়ারি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা । এদিকে, প্রেমিকা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেয় অভিযুক্ত। তবে মঙ্গলবার রাতে টাকার জন্য বাড়িতে আসে সে ৷ খবর পেয়ে বাড়ি থেকে বিশালকে গ্রেফতার করে পুলিশ ।

পড়ুন:আরজি কর-কাণ্ডে সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে রাজ্য, বুধে শুনানি

ABOUT THE AUTHOR

...view details