সোনারপুর, 6 ফেব্রুয়ারি: নাবালিকাকে ধর্ষণ ! সেই ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করে আরও একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, নবম শ্রেণির ওই ছাত্রী তার দাদু ও ঠাকুমার সঙ্গে থাকে ৷ অভিযুক্ত প্রতিবেশী প্রৌঢ়কে (52) সে দাদু বলে ডাকত ৷ অভিযুক্তের কাছে একটি স্মার্টফোন রয়েছে ৷ অন্যদিকে, নাবালিকার কাছে কোনও ফোন না-থাকায় সে ওই দাদুর কাছে মাঝেমধ্যেই মোবাইল ফোন দেখতে চাইত ৷ অভিযোগ, সেই সুযোগে একদিন নিজের বাড়িতে ডেকে নিয়ে নাবালিকাকে ধর্ষণ করেন ওই প্রৌঢ় ৷ আপত্তিকর অবস্থায় নাবালিকার একাধিক ছবিও মোবাইলে তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷
নাবালিকার অভিযোগ, এরপর থেকেই সেই ছবিগুলি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকেন অভিযুক্ত ৷ এমনকি নাবালিকাকে ভয় দেখিয়ে নিজের বাড়িতে ডেকে একাধিকবার ধর্ষণও করেছেন তিনি ৷ বুধবার বিকেলেও একই ঘটনা ঘটে ৷ এরপরেই নাবালিকা তার ঠাকুমাকে বিষয়টি জানায় ৷ বিষয়টি তিনি অন্যান্য প্রতিবেশীদের জানান ৷
তাঁরা সকলে মিলে অভিযুক্তকে চেপে ধরলে, নাবালিকাকে ব্ল্যাকমেল ও ধর্ষণের কথা স্বীকার করেন অভিযুক্ত ৷ এরপরেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা ৷ পুলিশ নির্ধারিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকসো-সহ অন্যান্য ধারায় মামলা রুজু করেছে ৷
এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার ফয়সাল বিন আহমেদ জানান, "নাবালিকা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার বারুইপুর মহকুমার আদালতে পেশ করা হবে তাঁকে ৷"