ফরাক্কা, 3 নভেম্বর: স্ত্রীকে বেহুঁশ করে, শাশুড়ির ঘরে চুরি করতে ঢুকলেন জামাই ! ধরা পড়ে যাওয়ায়, শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ শেষমেশ সফল না হয়ে পালিয়ে যান অভিযুক্ত। তদন্তকারীদের দাবি, যুবক প্রথম শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন ৷ ব্যর্থ হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান ৷ ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবন্দপুরে ৷
আক্রান্ত মহিলা এবং তাঁর মেয়ের অভিযোগ, জামাই সমীর শেখ তাঁদের প্রতিবেশী ৷ মাসখানেক আগে বিয়ে হয়েছিল ৷ বিয়ের পর বেশিরভাগ সময় শ্বশুর বাড়িতেই থাকতেন সমীর ৷ সম্প্রতি স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্য হয় সমীরের ৷ যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চাপা অশান্তি চলছিল ৷ অভিযোগ, সেই কারণেই শাশুড়ির ঘরে ঢুকে তাঁকে খুন ও চুরির চেষ্টা করেন যুবক ৷
ফরাক্কায় শাশুড়ির ঘরে চুরি করতে ঢুকে খুনের চেষ্টার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত) সমীর শেখের স্ত্রীর অভিযোগ, শনিবার রাত 10টা নাগাদ খাওয়া-দাওয়া সেরে সকলে শুয়ে পড়েন তাঁরা ৷ সমীর তাঁর স্ত্রীকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে ৷ কিন্তু, অনেকক্ষণ হয়ে গেলেও তাঁর স্ত্রী ঘুমোচ্ছিলেন না ৷ অভিযোগ, সমীর সেই সময় কিছু একটা তাঁর নাকের কাছে স্প্রে করে দেন ৷ আর তাতে সংজ্ঞা হারান যুবতী ৷ এরপর নিজেদের ঘর থেকে বেরিয়ে পাশে শাশুড়ির ঘরে ঢুকতে যান ৷ কিন্তু, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায়, তা সম্ভব হয়নি ৷
আক্রান্ত মহিলা অভিযোগ করেছেন, টালির চালের ছাদে ওঠেন সমীর ৷ সেখানে উঠে শাশুড়ির ঘরের উপর থেকে টালি সরিয়ে নিচে নামেন ৷ সরাসরি খাটের উপর লাফ দিয়ে শাশুড়ির বুকে উপর বসে বালিশ চাপা দিয়ে দেন ৷ প্রথমটায় অন্ধকারে কে বা কারা হামলা করেছে বুঝতে পারেননি ওই মহিলা ৷ কিন্তু, সাহস করে হামলাকারীকে খাট থেকে ধাক্কা মেরে ফেলে দেন তিনি ৷ সমীর নিচে পড়ে যেতে মহিলা ঘরের আলো জ্বালিয়ে দেন ৷ আর তখনই তিনি দেখেন, হামলাকারী তাঁরই জামাই ৷
অভিযোগ, ধরা পড়ে গিয়েছেন বুঝতে পেরে, ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে আঘাত করতে যান সমীর ৷ যদিও, সফল হননি ৷ ততক্ষণে বাড়ির বাকি সদস্যরাও জেগে গিয়েছিলেন ৷ চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরাও উঠে পড়েন ৷ তখনই বাড়ি থেকে পালিয়ে যান সমীর শেখ ৷ এই ঘটনায় সমীর শেখের বিরুদ্ধে চুরির এবং শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে ফরাক্কা থানায় ৷