পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্যানিংয়ে লজে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন ! পলাতক মহিলার সঙ্গী - WOMAN RAPE AND MURDER

শুক্রবার দুপুরে 47 বছর বয়সি এক মহিলাকে লজে নিয়ে যান তাঁর সঙ্গী । সেখানেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা ৷ পরে মৃত্যু হয় ৷

WOMAN RAPE AND MURDER
লজে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন ! (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 12:49 PM IST

ক্যানিং, 9 নভেম্বর: লজে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ক্যানিংয়ে। শুধু তাই নয়, হাসপাতালে ওই মহিলাকে ফেলে রেখে সঙ্গী পালিয়ে গিয়েছে বলেও অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ক্যানিং বাজার এলাকায় ঘটেছে৷

পুলিশ ও লজ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি লজে শুক্রবার দুপুরে 47 বছর বয়সি এক মহিলাকে নিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গী। কিছুক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে লজের কর্মীদের জানান, মহিলা অসুস্থ হয়ে পড়েছেন।

এরপর লজকর্মীদের সহায়তায় ওই মহিলাকে স্থানীয় এক ডাক্তারের চেম্বারেও নিয়ে যান। পরে সেখান থেকে ওই ব্যক্তি উধাও হয়ে যান বলে অভিযোগ। সংশ্লিষ্ট চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর পুলিশের কাছে খবর যায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা জরি কাপড়ের কাজ করতেন।

অভিযোগ, বেশকিছু দিন ধরেই ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী এক ব্যক্তির ৷ ওই মহিলাকে নিয়ে শুক্রবার ক্যানিংয়ের একটি আবাসিক লজে উঠেছিলেন ওই ব্যক্তি। সেখানে ওই বধূর কানের ও হাতের সোনার গয়না জোর করে খুলে নিয়ে ধর্ষণ করে খুন করেন তিনি।

মৃতের পরিবারের লোকজন অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ৷ গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তদন্তে নেমে ওই ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। লজের যে ঘরে উঠেছিলেন দু'জন, সেটিকেও ইতিমধ্যে সিল করা হয়েছে।

লজের ম্যানেজার শুভঙ্কর সেনাপতি জানিয়েছেন, সকাল 11টা নাগাদ লজে ঢোকেন ওঁরা। ঘরের ভিতরের কোনও ফুটেজ তাঁদের কাছে থাকে না। কিছুক্ষণ পর ওই ব্যক্তি জানান, মহিলার শ্বাসকষ্ট হচ্ছে। এর পর সকলে মিলে ওই মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details