ক্যানিং, 9 নভেম্বর: লজে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ক্যানিংয়ে। শুধু তাই নয়, হাসপাতালে ওই মহিলাকে ফেলে রেখে সঙ্গী পালিয়ে গিয়েছে বলেও অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ক্যানিং বাজার এলাকায় ঘটেছে৷
পুলিশ ও লজ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি লজে শুক্রবার দুপুরে 47 বছর বয়সি এক মহিলাকে নিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গী। কিছুক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে লজের কর্মীদের জানান, মহিলা অসুস্থ হয়ে পড়েছেন।
এরপর লজকর্মীদের সহায়তায় ওই মহিলাকে স্থানীয় এক ডাক্তারের চেম্বারেও নিয়ে যান। পরে সেখান থেকে ওই ব্যক্তি উধাও হয়ে যান বলে অভিযোগ। সংশ্লিষ্ট চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর পুলিশের কাছে খবর যায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা জরি কাপড়ের কাজ করতেন।