কলকাতা, 20 ফেব্রুয়ারি: আধার কার্ড বাতিল ইস্যুতে পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্যকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার এই নিয়ে তিনি তোপ দেগেছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ যাঁদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও জানিয়েছিলেন ৷ তিনি এই নিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ তার পর এই নিয়ে চিঠি লেখেন পশ্চিমবঙ্গ নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে ৷
সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যানকে একটা চিঠি দেওয়া হয়েছে ৷ সেখানে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘রাজ্যের তফসিলি সম্প্রদায়ভুক্ত মানুষদের আধার কার্ড বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আমি পেয়েছি । আমি আপনার মাধ্যমে রাজ্যের এমন সকল মানুষ যাঁরা এই কার্ড বন্ধের কেন্দ্রীয় সরকারি বার্তা পেয়েছেন, তাঁদের জানাতে চাই যে এই নিয়ে কোনোরকম ভয় বা চিন্তা করার কোনও কারণ নেই । আমাদের সরকার সবসময় আপনাদের পাশে আছে । সরকারি যেসব সুযোগসুবিধা আপনারা পান, এই কারণে তা কখনও বন্ধ করতে দেওয়া হবে না ।’’