আলিপুরদুয়ার, 1 এপ্রিল:আলিপুরদুয়ারে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হেলিকপ্টারে কিছুটা 'রিস্ক' নিয়েই তিনি আলিপুরদুয়ারে গিয়েছেন বলে জানালেন ৷ সঠিক উদ্যোগে যেভাবে উদ্ধারকাজ চলেছে, সে রকমভাবে যথাযথভাবে দুর্গতদের হাতে সাহায্য তুলে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷
জেলার এক নম্বর ব্লকের দক্ষিণ কামসিং পূর্ব পাড়া ও ঘরঘড়িয়া তপসিখাতা-সহ বিভিন্ন এলাকায় গতকালের ঝড়ে প্রবল ক্ষতি হয়েছে ৷ এলাকার অনেক কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে, বিঘার পর বিঘা ভুট্টা নষ্ট হয়েছে । প্রচুর বাসিন্দার ঘড়বাড়ি ক্ষতি হয়েছে, অনেকেই বর্তমান গৃহহীন । বর্তমানে কোথায় থাকবে এই নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা । জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে পৌঁছতেই তাঁর কাছে সব কথা তুলে ধরেন দুর্গতরা ৷ তাঁরা বলেন, কয়েকশো বাসিন্দা বর্তমানে গৃহহীন । বর্তমানে তাঁরা নিঃস্ব । অনেকে জানান, তাঁরা গতকাল থেকে কিছুই খাননি ।
সবার সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেন, "আজ আলিপুরদুয়ারে এসেছি ৷ এখানে অনেক বেশি হয়েছে ৷ আমি মা-ভাইবোনেদের সঙ্গে কথা বললাম ৷ এখানে অনেক বাচ্চারাও আছে ৷ তাঁদের সবার সঙ্গে দেখা করলাম ৷ তাঁদের একটাই কথা ৷ তাঁদের সবটাই এখানে ভেঙে গিয়েছে ৷ সুতরাং আমি প্রশাসনকে বলব, সঠিক উদ্যোগে যেমন উদ্ধারকাজ করেছেন, সে রকমই সঠিক উদ্যোগে তাঁদের হাতে প্রশাসনিক সাহায্যও তুলে দেবেন ৷ সংবাদমাধ্যমকেও ধন্যবাদ ৷ তাঁদের সহযোগিতার জন্য ৷ আপনারা সবসময় বঞ্চিতদের পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ ৷"