পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধরনামঞ্চ থেকেই প্রশাসনিক কাজকর্ম, আম জনতার ভোগান্তি চান না মমতা

Mamata Banerjee starts dharna: ধরনামঞ্চের পেছনেই প্রশাসনিক শিবির করা হয়েছে ৷ 48 ঘণ্টার ধরনার চলাকালীন সেখান থেকেই জরুরি কাজকর্ম সেরে নেবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ধরনার জন্য যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, তা নিশ্চিত করতে হবে ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 1:49 PM IST

Updated : Feb 2, 2024, 2:12 PM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 2 ফেব্রুয়ারি: 100 দিনের কর্মীদের বকেয়া টাকার দাবিতে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুপুর একটা থেকে ধরনা শুরু করার কথা থাকলেও মিনিট দশেক আগেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী । ধরনায় বসার আগে সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা জানিয়ে ধরনায় বসেন তিনি । ধরনা মঞ্চের পেছনেই একটি শিবির স্থাপন করা হয়েছে, যাতে প্রয়োজনে সেখান থেকেই জরুরি প্রশাসনিক কাজকর্ম সারতে পারেন মুখ্যমন্ত্রী ৷ ধরনা মঞ্চ থেকে নিজেই সে কথা জানিয়েছেন তিনি ৷

আগেই বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, 100 দিনের বকেয়া মেটানোর জন্য কেন্দ্রকে তিনি 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিচ্ছেন ৷ তার মধ্যে পাওনা মেটানো না হলে তিনি আজ অর্থাৎ 2 ফেব্রুয়ারি থেকে 48 ঘণ্টার জন্য ধরনায় বসবেন । তারপরে অন্যান্য সংগঠনের তরফ থেকে এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে । সেই ঘোষণা মতোই আজ থেকে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে ধরনা মঞ্চে রয়েছে শাসকদলের প্রতিনিধিরা ৷

এ দিন ধরনার শুরুতেই দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে, এই ধরনা বা ধরনায় আগত মিছিলের জন্য যাতে সাধারণ মানুষকে কোনও ভোগান্তি বা হয়রানির মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে ৷ যাঁরা মিছিল নিয়ে ধরনামঞ্চে আসবেন, তাঁরা যাতে গাড়ি চলাচলের ব্যস্ত রাস্তা ব্যবহার না করেন, সেই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শান্তিপূর্ণ পথে ধরনার মাধ্যমেই রাজ্যের বকেয়া আদায়ে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে চান তিনি ৷

উল্লেখ্য, গত বছর এই একই ইস্যুতে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে এই নিয়ে আন্দোলন করার পাশাপাশি কলকাতায় রাজভবনের বাইরে বকেয়া আদায়ের দাবিতে ধরনায় বসেছিলেন ।

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর ধরনা, তাই বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মঞ্চ থেকে আটক করল পুলিশ
  2. বকেয়ার দাবিতে আজ থেকে রেড রোডে 48 ঘণ্টার ধরনায় মুখ্যমন্ত্রী
  3. তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চ, দুই বর্ধমানের সংগঠনিক বৈঠক হতে পারে রাজপথেই
Last Updated : Feb 2, 2024, 2:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details