পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যকে না-জানিয়ে বিদ্যুতের মাশুল বৃদ্ধি সিইএসসি'র, উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর - ELECTRICITY TARIFF HIKE BY CESC - ELECTRICITY TARIFF HIKE BY CESC

Mamata Banerjee Slams CESC: রাজ্য সরকারকে না জানিয়ে সিইএসসির একতরফা বিদ্যুতের মাসুল বৃদ্ধিতে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মানুষের পাশে থাকতে চেয়ে বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 10:55 PM IST

কলকাতা, 8 জুলাই:কলকাতায় বিদ্যুত মাশুল বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার নবান্নে একটি পর্যালোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই উত্তরবঙ্গে অতিবৃষ্টির কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে পর্যালোচনা করেন ৷ সেইসঙ্গে কলকাতায় সিইএসসির বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে একরকম উষ্মাপ্রকাশ করেছেন ৷

বৃষ্টি পরিস্থিতি নিয়ে পর্যালোচনার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিদ্যুতের মাশুল কলকাতায় বাড়ানো হয়েছে আমি শুনলাম। আমাদের কাছে এই নিয়ে কোনও তথ্য নেই। তবে রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়নি।" মূল্যবৃদ্ধির কারণে রাজ্যের সাধরণ মানুষ দুর্ভোগে পড়বেন সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এমনিতেই জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। একবার তো আমাদের সঙ্গে কথা বলে নেবে। এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশিত।"

সম্প্রতি বিদ্যুতের মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউস ঘেরাওয়ের কর্মসূচি করে বিজেপি। তারপর এই একই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সিইএসসি'র বিরুদ্ধে ওঠা ক্ষোভ যেন সরকারের উপরে এসে না পড়ে তাই আগেভাগেই এর বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করলেন, রাজ্য সরকারকে না-জানিয়ে চুপিসারে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছে সিইএসসি। কিন্তু রাজ্য বিদ্যুৎ পর্ষদ সাধরণ মানুষের কথা ভেবে বিদ্যুৎ মাশুল বাড়ায়নি ৷ মূল্যবৃদ্ধির ঠ্যালায় মানুষের যখন নাভিশ্বাস উঠছে, সেই পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে চেয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ABOUT THE AUTHOR

...view details