কোচবিহার, 29 জানুয়ারি: সরাসরি না বললেও কার্যত ঘুরিয়ে রামমন্দির নিয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিজের বক্তব্যের মাধ্য়মে বোঝানোর চেষ্টা করলেন যে রামকে বিজেপি মানুষ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ৷ তিনি বলেন, ‘‘ওরা যাকে দেবতা মানবে, আমাকে তাকেই মানতে হবে ৷’’ কিন্তু বিজেপির এই চাপিয়ে দেওয়ার রাজনীতি তিনি মানবেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘এটা করতে বাধ্য নই ৷’’
সোমবার কোচবিহারে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই সভার মঞ্চ থেকে তাঁর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের একাধিক উদাহরণ তুলে ধরেন ৷ এ রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানের মানোন্নয়নে যে তাঁর সরকার অর্থ খরচ করেছে, সেই কথাও তিনি উল্লেখ করেন ৷ তাছাড়া একাধিক ইস্যুতে তিনি কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিশানা করেন ৷
তার মধ্যেই একাধিকবার তিনি রামমন্দিরের প্রসঙ্গ তুলেছেন ৷ তবে তাঁর মুখে একবার রামের নাম বা রামমন্দিরের নাম শোনা যায়নি ৷ কিন্তু তাঁর বক্তব্যেই স্পষ্ট হয়ে যে তিনি রামের নামে বিজেপির প্রচারকেই নিশানা করছেন ৷ এই প্রসঙ্গ যখন মমতা বন্দ্যোপাধ্য়ায় তোলেন, সেই সময় প্রথমে তিনি বলেন, ‘‘ওরা যেটা চাপিয়ে দেবে, সেটাই হবে দেবতা ! ধর্ম যার যার, উৎসব সবার ৷ আমাদের মা-বাবারা শিখিয়েছে সবাইকে নিয়ে চলতে হবে ৷’’
এর পর অন্য ইস্যুতে কেন্দ্র ও বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷ তার পর আবার রাম-প্রসঙ্গে ফিরে আসেন ৷ মমতা বলেন, ‘‘ওরা যাকে দেবতা মানবে, আমাকে তাকেই মানতে হবে ! এটা করতে বাধ্য নই ৷ আমি রামায়ণ মানি, ওটা আমাদের... ৷’’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘কোরান মানি, বাইবেল মানি, গ্রন্থসাহেব মানি, মাঝের থান মানি, জাহের থান মানি, তফসিলি যে সমস্ত জায়গাগুলো আছে, তাও মানি ৷’’
এর পর বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, বিজেপি সম্প্রীতি চায় না ৷ হিন্দু-মুসলিম-শিখ-ক্রিশ্চান মিছিল করলে, তাতে বাধা দেয় ৷ তার পর তিনি আরও বলেন, ‘‘লজ্জা নেই ওগুলোর৷ কাল (রবিবার) আমি রাস্তা দিয়ে আসছিলাম, সাত-আটজনকে টাকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে ৷ পার্টির স্লোগান ভুলে গিয়েছে ৷’’
এই ইস্যুতে তাঁর আরও বক্তব্য, ‘‘সীতা মায়ের নাম ভুলে গিয়েছে ৷ সীতার নাম বলে না ৷ কৌশল্যা মা জন্ম দিয়েছিলেন, তাঁর নাম বলে না ৷ মা ছাড়া সন্তানের জন্ম হয় কোথা থেকে ? বউ ছাড়া স্বামীকে এগিয়ে দেয় কে ? সীতার অগ্নিপরীক্ষা মনে নেই ? পাতালে প্রবেশ মনে নেই ? বনবাস মনে নেই ? তাই মনে রাখবেন আমার মা-বোনেরা সমাজের গর্ব ? ওরা রান্নাও করবে ৷ প্রয়োজন হলে ওরা যা করবার তাই করবে ৷ দেশকে রক্ষা করবে৷ সমাজকে রক্ষা করবে ৷’’ একই সঙ্গে তিনি আবারও মনে করিয়ে দেন, ধর্ম যার যার, উৎসব সবার ৷
আরও পড়ুন:
- 'আমরা গেরুয়া রঙ করব না', কেন্দ্রকে ঠুঁটো জগন্নাথ বলে তোপ মমতার
- আমাদের মতো সমাজ সংস্কার সারা পৃথিবীতে কেউ করেনি, বর্ধমানে বললেন মুখ্যমন্ত্রী
- সব ধর্মের মানুষকে নিয়ে চলাই দেশের নেতার কাজ, নাম না করে মোদিকে নিশানা মমতার