কলকাতা, 30 অগস্ট: কয়েকদিন আগেই ধর্ষণবিরোধী কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার জবাব না-পেয়ে তিনি এই দাবি নিয়েই আরও একটি চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে ৷ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে নিজেই সেই চিঠি প্রকাশ করেছেন এবং তাঁর পূর্ববর্তী চিঠির যে এখনও কোনও জবাব পাননি, সে কথা তাঁর দ্বিতীয় চিঠিতে উল্লেখ করেছেন ।
বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীকে আরও একটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই চিঠিতে গত 22 অগস্ট তাঁর লেখা চিঠির কথা মনে করিয়ে দিয়েছেন তিনি ৷ আগের চিঠিতে ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণয়নের জন্য তিনি যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন, সে বিষয়টি দ্বিতীয় চিঠিতে উল্লেখ করেন মমতা । এই মুহূর্তে যে তা অত্যন্ত প্রয়োজনীয় তাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী ।
একইসঙ্গে, তিনি এটাও জানিয়েছেন যে, তিনি যখন দ্বিতীয় চিঠি লিখছেন, তখনও পর্যন্ত তার পূর্বের চিঠির কোনও জবাব প্রধানমন্ত্রীর তরফ থেকে পাননি । তবে এই চিঠিতে তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের কাছ থেকে একটি উত্তর তিনি পেয়েছেন । তবে যে গুরুতর অবস্থায় দাঁড়িয়ে তিনি বিষয়টি উত্থাপিত করেছিলেন, মন্ত্রকের দেওয়া চিঠিতে সেই বিষয়টিকে যথার্থ গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী ।