কলকাতা, 22 সেপ্টেম্বর: রাজ্য সরকারের দু'টি প্রকল্পের ভূয়সী প্রশংসা করল ইউনিসেফে ৷ সেকথা সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগেই কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে । এবার সেই কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা করেছে ইউনিসেফ । শুধু কন্যাশ্রীই নয়, এর পাশাপাশি রূপশ্রী প্রকল্পেরও ভূয়সী প্রশংসা করা হয়েছে ।
আরজি কর-কাণ্ডের পর থেকে যখন নারী নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের সম্মুখীন রাজ্য সরকার, সেই সময়ই ইউনিসেফের মতো সংস্থা বাংলার দুই প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী নিয়ে রাজ্য সরকারের প্রশংসা করেছে । এখানেই শেষ নয়, তারা বলছে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই দুই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ।
প্রসঙ্গত, গত শুক্রবার রাজ্যে ইউনিসেফের একটি অনুষ্ঠান ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন এ রাজ্যে ইউনিসেফের ফিল্ড অফিসের প্রধান মনজুর হোসেন । সেই অনুষ্ঠানে তাঁকেই বাংলার দুই প্রকল্পের ভূয়সী প্রশংসা করতে শোনা যায় । তারপর আজ অর্থাৎ রবিবার মনজুর হোসেনের সেই বক্তব্যের বিষয়টি রাজ্যের মানুষের সঙ্গে ভাগ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী । সামাজিক মাধ্যমে তিনি জানান, আরও একবার বাংলার দুই প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রী ইউনিসেফের দ্বারা প্রশংসিত হল ।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আরও একবার আমাদের রাজ্য সরকারের প্রকল্প ইউনিসেফের প্রশংসা কুড়িয়েছে । ইমপ্যাক্ট ইস্ট 2024 কনক্লেভে একজন সিনিয়র আধিকারিক বাংলার রূপশ্রী এবং কন্যাশ্রীর প্রশংসা করে বলেছেন, রাজ্যের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই দুই প্রকল্প ।"
তিনি আরও লেখেন, "এভাবেই আমাদের প্রকল্প সামাজিক প্রচার ও সমাজ জীবনে উন্নয়নের সহায়ক হয়েছে ।" এই সোশাল মিডিয়া বার্তার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিলেন যে, কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেয়েছে । এ বার সমাজ বদলের লক্ষ্যে কন্যাশ্রী ও রূপশ্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ।