পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অত্যাচার করলে বিএসএফের বিরুদ্ধে এফআইআর-এর পরার্মশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: কোচবিহারে সোমবার প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কোচবিহারের রাসমেলা ময়দানে এই সভা হয় ৷ সেখানে বিএসএফের বিরুদ্ধে সরব হন ৷ সীমান্তে বিএসএফ অত্যাচার করছে বলে অভিযোগ করেন ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 4:01 PM IST

Updated : Jan 29, 2024, 4:55 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

অত্যাচার করলে বিএসএফের বিরুদ্ধে এফআইআর-এর পরার্মশ মুখ্যমন্ত্রীর

কোচবিহার, 29 জানুয়ারি: বিএসএফ সীমান্তে অত্যাচার করলে থানায় এফআইআর করুন, কোচবিহারে সভা থেকে বিএসএফ-কে এই ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে সরকারি প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে কোচবিহার সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে রাসমেলা ময়দানে সরকারি সভা মঞ্চে আসেন তিনি ।

মঞ্চে ওঠার আগে স্থানীয় বৈরাতি নৃত্য থেকে বিভিন্ন নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী । এরপর মুখ্যমন্ত্রীকে গান স্যালুট প্রদান করেন নারায়ণী ব্যাটালিয়ন । কন্যাশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পে সার্টিফিকেট প্রাপকদের হাতে সুবিধা তুলে দেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি এ দিন 198টি প্রকল্পের উদ্বোধন করেন মমতা ।

কোচবিহার জেলায় প্রায় 450 কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে । সীমান্ত প্রসঙ্গে নিয়ে বিএসএফ-কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু নিয়ে ফের সরব হন । সেই বিষয় সামনে এনে তিনি বলেন, ‘‘সীমান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী আক্রমণ করে । সীমান্ত এলাকায় কেউ কোনও অত্যাচার সহ্য করবেন না ।’’

এর পর কোচবিহারের জেলাশাসক, পুলিশ সুপারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘প্রয়োজনে থানায় অভিযোগ জানান ।’’ তিনি আরও বলেন, ‘‘বিএসএফের অত্যাচারে মানুষ অত্যাচারিত ।’’ বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকায় কোনোরকম আইডেন্টি কার্ড দেওয়া হলে, সেই কার্ড না নেওয়ার কথা বলেন তিনি । কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘একজন সাংসদ রয়েছে । এখানে থেকে উন্নয়নের কোনও কাজ করেনি । আমি বিমানবন্দর তৈরি করে দিয়েছি । আর ও সেখানে বিমান নিয়ে এসে বাহাদুরী করছে ।’’

আরও পড়ুন:

  1. বিজেপির মুখে সিএএ-র কথা আসলে ভোটের রাজনীতি, দাবি মমতার
  2. কারও চাপিয়ে দেওয়া দেবতাকে মানতে বাধ্য নন, নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি মমতার
  3. সব ধর্মের মানুষকে নিয়ে চলাই দেশের নেতার কাজ, নাম না করে মোদিকে নিশানা মমতার
Last Updated : Jan 29, 2024, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details