কলকাতা, 2 ফেব্রুয়ারি: এখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতো করে নির্বাচনী প্রচারে নেমে গিয়েছে । এই অবস্থায় পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও । লোকসভা নির্বাচনের আগে 100 দিনের কাজ-সহ কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার থেকে 48 ঘণ্টার ধরনা কর্মসূচি শুরু করেছেন তিনি । সেখান থেকেই জোট বন্ধু কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন মমতা । শুধু কংগ্রেসকে আক্রমণ করেই থেমে থাকেননি তিনি, রাহুলকে নিয়েও এ দিন তিনি তীব্র কটাক্ষ করলেন । একইসঙ্গে মমতার হুংকার, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস 40টি আসনও পাবে কি না সন্দেহ ।
এ দিন রেড রোড থেকে মমতা বলেন, "কংগ্রেসকে আমরা বলেছিলাম 300 আসনে একা লড়ো । আমরা সবাই মদত করব । আর 243টি আসন রিজিওনাল পার্টিগুলিকে দাও । যারা যেখানে শক্তিশালী তারা সেখানে লড়াই করুক । এখানে তুমি মাতব্বরি করবে না । এই অবস্থায় প্রথমেই চলে এল বাংলায় । ভাবলো এখানে মুসলিমদের একটু সুড়সুড়ি দিই । অতএব হিন্দুদের সুড়সুড়ি দিচ্ছে বিজেপি । কংগ্রেস-সিপিএম দিচ্ছে মুসলমানদের । ও করবে হিন্দু আর ও করবে মুসলিম । আর আমরা হিন্দু-মুসলিম-শিখ হয়েও আমরা সবাই বাদ ! এটা হতে পারে না ।"
এ দিন মমতা বলেন, "বিজেপির সঙ্গে কেউ যদি লড়তে পারে সেটা পারে বাংলা, সেটা পারে তৃণমূল । আমরাই পারি আঞ্চলিক দলগুলিকে সব এক জায়গায় করতে । কংগ্রেস তুমি তো একা পারবে না । সবচেয়ে বড় কথা সারা ভারতে 300 আসনে লড়েও তুমি 40টা আসন পাবে কি না আমি জানি না । আজকে তোমাদের এত অহংকার । আমি তো বলেছিলাম দুটি আসন আমি তোমাদের দেব । ওই আসনে তোমাদের জিতিয়েও আনব । তোমরাই বললে হবে না । তবে কটা চাই ? 42টা ! তাহলে 42টাই নিয়ে নাও । আমরা কংগ্রেসের এই দাবি প্রত্যাখ্যান করেছি । তারপরে আমার সঙ্গে কংগ্রেসের কোনও কথা হয়নি ।"
এ দিন রাহুলের ন্যায় যাত্রা নিয়েও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী । ন্যায় যাত্রা নিয়ে মমতা বলেন, "বাংলায় প্রোগ্রাম করতে এসেছে । আমরা নাকি ইন্ডিয়া জোট । একবার ইনফরমেশন তো দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় । আর তো কিছু চাইছি না । আমাকে কেউ তো বলেনি । প্রশাসনের মাধ্যমে শুনেছি । ডেরেককে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাস করে দাও । আমাকে একবারের জন্যও জানানো হয়নি ।" মমতার কটাক্ষ, "বাংলায় না এসে, ইউপি গেলে না কেন ! বুকের পাটা থাকলে দেখতাম ইউপিতে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো । বেনারস এবং রাজস্থানে গিয়ে হারিয়ে এসো ।"
এ দিন মমতা প্রশ্ন তুলেছেন, "মণিপুরে যখন আগুন জ্বলছিল তখন কোথায় ছিলে তোমরা । আমি নিজে সেখানে যেতে চেয়েছিলাম । কিন্তু ওরা অনুমতি দেয়নি । আমি প্রতিনিধি দল পাঠিয়েছি । মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেওয়া হয়েছে । এখন বসন্তের কোকিলদের দেখছি সেখানে ফটোশুট করছে ।"