দার্জিলিং, 13 নভেম্বর: চায়ের সুনামকে বদনাম করার প্রচেষ্টা চলছে । বুধবার দার্জিলিংয়ের চা নিয়ে এমনই উদ্বেগের কথা খোলা মঞ্চ থেকেই প্রকাশ্যে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নাম না-করলেও প্রতিবেশী দেশ নেপালের চা নিয়েই যে তাঁর এই উদ্বেগ, তা কার্যত স্পষ্ট করে দিলেন তিনি ।
যেখানে ইংল্যান্ডের রাজা চার্লসের রাজ্যাভিষেকে দার্জিলিংয়ের চা জায়গা করে নিয়েছিল, সেই জায়গায় দার্জিলিংয়ের চায়ের বদনাম হওয়াটা যে আশঙ্কার, তা মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়েছে এদিন ৷
দার্জিলিংয়ের চায়ের বদনাম করার চেষ্টা করা হচ্ছে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত) এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি যখন বিদেশে গিয়েছিলাম, তখন দার্জিলিং চা দেখে আমার খুব ভালো লেগেছিল । কিন্তু এখন দার্জিলিংয়ের চা নিয়ে কিছু সমস্যা হচ্ছে । দার্জিলিংয়ের চাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে । আমি সেটা কোনও জায়গায় হতে দেব না । তার জন্য পদক্ষেপ করা হবে ।"
এই প্রসঙ্গে বলাবাহুল্য, নেপালের চায়ের গুণগতমান নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল উত্তরের চা সংগঠনগুলি । নেপালের চায়ের গুণগতমান খারাপ থাকায়, তা বিক্রির জন্য দার্জিলিং চায়ের নামে খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছিল । এই নিয়ে রাজ্য ও কেন্দ্রর কাছে বহুবার দরবার করেছে বিভিন্ন চা সংগঠনগুলো ।
দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র) এমনকি নেপালের চা যখন বিদেশে যাচ্ছে, তখন সেগুলোকে দার্জিলিং চায়ের নামে বিক্রি ও দার্জিলিংয়ের চায়ের মতো চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ । এতে দার্জিলিংয়ের চায়ের সুনাম খর্ব হচ্ছে । নেপালের চায়ের গুণগতমান পরীক্ষার কোনও ব্যবস্থা না থাকায়, এর মুনাফা সম্পূর্ণভাবে নেপাল লুঠ করছে বলে অভিযোগ ।
দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র) সেই অভিযোগই কার্যত তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে দার্জিলিংয়ের টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য মহেন্দ্র বনসল বলেন, "মুখ্যমন্ত্রীর এই উদ্বেগ যথাযথ । কারণ, নেপালের চা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে । নেপালের চায়ের গুণগত মান খুবই খারাপ । অথচ বিদেশে সেগুলোকে দার্জিলিং চায়ের নামে বিক্রি করা হচ্ছে । নেপালের চা দার্জিলিংয়ের চায়ের ধারেকাছে নেই । নেপালের চায়ের অবিলম্বে গুণগত মান পরীক্ষার ব্যবস্থা করা উচিত ।"
দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র) দার্জিলিংয়ের চা এক হাজার টাকা থেকে শুরু করে প্রায় দেড় লক্ষ টাকা প্রতি কেজি দর পর্যন্ত বিক্রি হয় । সেখানে নেপালের চায়ের মান খারাপ হওয়ায় দেড়শো থেকে দুশো টাকা প্রতি কেজির বেশি দাম ওঠে না । নেপালে প্রতি বছর মোট 80 লক্ষ কেজি চা উৎপাদন হয়ে থাকে । তার মধ্যে প্রায় 50 থেকে 55 লক্ষ কেজি ভারতে রফতানি হয়ে থাকে ।
অন্যদিকে, দার্জিলিং চায়ের উৎপাদন প্রতি বছর 60 লক্ষ কেজি । নেপালের চা যাতে বিদেশে ও খোলা বাজারে দ্রুত বিক্রি হয়, তার জন্যই অসাধু ব্যবসায়ীরা দার্জিলিংয়ের চা বলে নেপালের চা বিক্রি করছে ।